সমস্যা - একটি কবিতা। Problem - A Poem

সমস্যা বড়ো সবাই হতে চায় কি কি করবে ভাবে অনেকে কিন্তু কাজের বেলায় থেমে যায়! কপাল! এমন করে কি আর বড়ো হওয়া যায়! বড়ো যদি সত্যিই হতে চাও যা ভাবো তাকে কাজে লাগাও, প্রয়োগ ছাড়া চিন্তার কোন মূল্য নেয়, এ কথা যারা মানে শুধু তারাই বড়ো হয়! ধন্যবাদ জানাও তোমাদের সমস্যাগুলিকে তারা আসে তোমাদের বড়ো বানাতে, বলে তারা তোমাদের আর কতদিন থাকবে এভাবে, এবার বুদ্ধি খাটাও, এবার কাজ করো নাইলে জীবন নষ্ট হবে এবারতো বুঝতে শেখো! সমস্যা আমাদের চলতে শেখাই কে আপন, কে পর - তাও জানাই, চলার পথের এক অনন্য পদপ্রদর্শকে এটি শুধু পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি! সমস্যায়, যদি উন্নতির আশা বাঁচিয়ে রাখো তার সাথে যদি প্রচেষ্টা চালিয়ে যাও তবে দেখবে, একের পর এক রাস্তা খুলে যাচ্ছে তাতেই তুমি সকলকে পিছনে ফেলবে। পড়ুন পরবর্তী কবিতা পড়ুন পূর্ববর্তী কবিতা (উন্নতির পরীক্ষা)