Posts

Showing posts with the label Bengali Poetry

আর না - একটি কবিতা। No More - A Poem

Image
  আর না  অনেক হলো, আর না  নোংরামি অনেক দেখলাম,  অমানুষিক ব্যবহার অনেক সহ্য করলাম, এবার সিদ্ধান্ত নিয়েছি উড়ে যাওয়ার  নতুন পথে আগের মতো হওয়ার!   অমানুষেরা মানবিকতা বোঝেনা  টাকা ছাড়া তারা কিছু চেনেনা,  টাকায় তাদের পরম প্রিয়  এজন্য তাদের কাছে সব আচরণই শ্রেয়!   থাক তারা তাদের মতো  অমানুষিক ব্যবহার আর সইবো নাতো,  অসভ্যতাই তারা এতই নিমজ্জিত  ভালো তারা আর হতে পারবে নাতো!   মুখ দেখলেই ঘেন্না জাগে আওয়াজ শুনলে মাথা ধরে,  এভাবেই চললে পরে  একদিন আমি যাবো মরে ! তাই আর নই, অনেক হলো  জীবনের অনেক সময় নষ্ট হলো, এবার বাঁচবো নিজের মতো  উড়বো এবার দিক থেকে দিগন্ত! পড়ুন পরবর্তী কবিতা  পড়ুন পূর্ববর্তী কবিতা (অলসতা)

অলসতা - একটি কবিতা। Laziness - A Poem

Image
  অলসতা   কাটে সময়, দিন চলে যাই  শুধুই বসে বসে,  অলসতায় ডুবে গেলে  এগোনো হবে না আর জীবনে! কাজের উদ্যম ছাড়া  আসেনা বিলাসিতা, অলসতা পেয়ে বসলে  কাজ না করায় - হয় বিলাসিতা! সময়ের সাথে অলসতার  কিরকম এক মিত্রতা,  সময় যেন থেমে যায়  যেখানে থাকে অলসতা!   সময়ের অভাব ব্যস্ত জীবনে  অলসতায় সময় অনেক মেলে, তাতে কিন্তু লাভ হয় না  কারণ, সময়ের সদ্ব্যবহার হয় না!   অতীত ঘেঁটে দেখো  ভুরি ভুরি উদাহরণ পাবে,  অলসতায় যারা থেকেছে ডুবে  একদিন তারা অবশ্যই পস্তেছে!   তাই সময় থাকতেই শিক্ষা নাও  অলসতাকে দূরে সরাও,  দেখবে উজ্জ্বল ভবিষ্যৎ ধীরে ধীরে  চলে আসবে তোমার নাগালে! পড়ুন পরবর্তী কবিতা (আর না) পড়ুন পূর্ববর্তী কবিতা (বৃষ্টি)

বৃষ্টি - একটি কবিতা। Shower - A Poem

Image
  বৃষ্টি   উফ: গরম, প্রচন্ড গরম  আর সহ্য হচ্ছে না,  বৃষ্টির দেখা নেই, তাপমাত্রা চরম! কেউ আর স্বস্তি পাচ্ছেনা  আর কতদিন চলবে এভাবে,  কেউ জানেনা, বৃষ্টি হবে কবে?  কখন আসবে সেই আরামের সময়?  সকলেই চেয়ে আছে,  কখন বৃষ্টি হয়! পাপ বেড়েছে, অনেকেই বলছে  সমাজ ধ্বংসের দিকে এগিয়েছে,  গাছের পর‌ গাছ হারিয়ে গেছে  লোকসংখ্যার চাপ বেড়েছে,  বৃষ্টি না হওয়ার কারণ অনেক লোক মুখে, কারণ প্রত্যেকেই আজ অসহায়  এই প্রচন্ড গরমের কাছে!   বিনা কারণে তো কিছু হয়না!  আবহাওয়ার উষ্ণতা বেড়েছে,  সমাজ কি তার দায় নেবে না!  নির্বিচারে বৃক্ষ ছেদন, জল অপচয়  গ্রিনহাউস গ্যাস নির্গমন,  জলাভূমি ভরাট - কে করেছে?  প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ফল হয়  এটি ভুলে গেলে কিভাবে চলবে!   এখনো সময় আছে  সংশোধন করো,  নইলে আরো খারাপ দিন আসবে  তখন কষ্টের মাত্রা আরো বাড়বে,  তাই বৃষ্টির জন্য অপেক্ষা নয়  বৃষ্টি হওয়ার পথ শুগম করো,  এভাবেই আসবে সুন্দর আবহাওয়া  সার্থক হবে তোমার জীবশ্রেষ্...

সকালের বাতাস - একটি কবিতা। Morning Air - A Poem

Image
  সকালের বাতাস  প্রাণ জুড়ানো ছোঁয়া, আনন্দের স্পর্শ  নিয়ে তুমি আসো  তাদের জন্য,  যাদের নেয় কোন অলসতা  এগিয়ে যাওয়ার জন্য! দিয়ে যাও অফুরন্ত মনোবল  তারা হয়ে ওঠে শক্ত-সবল এগিয়ে যায় তারা সামনের দিকে  তোমার জয়গান, আজ তাই দিকে দিকে!   আসো তুমি কোথা থেকে, না জানি  তবু তোমার স্পর্শের জন্য, অপেক্ষায় থাকি  তোমার পরশের মেল, মেলা ভার  তুমি আসো, কাটলে আঁধার! গেয়ে যাও তুমি, নতুন সকালের গান  জুড়িয়ে যায় তাতে, সকলের মনোপ্রাণ!  বলে যাও তুমি, হয়েছে সময়  ওঠো, জাগো, আর থাকে না বিছানায়! সময়ই পাল্টেছে বদলেছে সবকিছু  পরিণত হয়েছে, আগে যারা ছিল শিশু,  যা ছিল আগে খাঁটি, হয়েছে বিষাক্ত  সকলেই আজ বদ অভ্যাসে আসক্ত,  কিন্তু তুমি যেমন ছিলে তেমনি আছো, বদলাওনি সময়ের ছোঁয়ায়,  সকলে আজও মুগ্ধ হয় তোমার হৃদয় স্পর্শী হাওয়ায়!   তুমি দেখিয়ে দিয়েছো  মিথ্যা করেছো প্রমাণ,  যারা সব সময় বলতো  "সময়" সর্বশক্তিমান!  তোমার সুবাস, প্রাণ জুড়ানো পরশ  ছিল, আছে, থাকবে;  কালের ছা...

রেলগাড়ি - একটি কবিতা। Train - A Poem

Image
  রেলগাড়ি   তুমি সুতোর মতো জুড়ে দাও  এক প্রান্তকে আরেকটির সাথে,  তুমি সাহায্যের হাত বাড়াও  প্রতিটি যাত্রীর পাণে! যাত্রায় তুমি প্রথম পছন্দ  সকলকেই তুমি দাও আনন্দ,  তোমারই সহায়ে হয়, কতো রোজগার  দুবেলা খাবার পাই, কতো পরিবার! কিন্তু মাঝে মাঝে তোমার কি হয়?  যখন তুমি হও রক্ত পিপাসু , তোমার প্রচন্ডতায় মারা যায়  কতো নর-নারী ও নিষ্পাপ শিশু! তোমার ধ্বংসলীলা দেখে মানব সমাজ কেঁপে ওঠে,  বাকরুদ্ধ করে দাও তুমি সকলকে  বদলে যাও যখন তুমি ভয়ানক দানবে।   তোমার জয়-যাত্রা দেখে  আনন্দিত হয় সকলে,  তারা চায় তুমি আরো বড়ো হও  সকলে গর্বিত হয় তোমার জয়ে,  কিন্তু মাঝে মাঝে তোমার ধ্বংসলীলায়  সকলের আনন্দ ধূলিসাৎ হয়! এইতো কদিন আগে  তুমি নিলে সেই ভয়ংকর রূপ,  শত শত প্রাণ ছিনিয়ে নিলে  বানালে মৃতদেহের স্তূপ!  করলে কত মানুষকে দিশেহারা  তোমায় বিশ্বাস করেছিল যারা।   তবে কি তুমি ছলোনা করো  মানুষের বন্ধু হওয়ার,  আনন্দের লোভ দেখিয়ে  ছিনিয়ে নাও খুশি,  তুমি বন্ধু না শত্র...

দৃষ্টিভঙ্গি - একটি কবিতা। Outlook - A Poem

Image
  দৃষ্টিভঙ্গি   আজ সকলের শুধু চাই চাই  এটা চাই, সেটা চাই  কিন্তু কাজের বেলায় কিছু নাই!  পাগল সব, পরিশ্রম ছাড়া কি কিছু পাওয়া যায়!   যা চাও সব পাবে  কিন্তু পরিশ্রম তোমাকে করতে হবে,  বসে বসে যদি ভাবো  সবকিছু পেয়ে যাবো,  তবে তো তুমি দেখছো দিবা স্বপ্ন! যারা পেয়েছে, একবার জেনে দেখো  পরিশ্রম তারা করতো কতো!  তুমিও যদি সব চাও  পরিশ্রম করে যাও!   কি করবে?  কেমন ভাবে করবে?  বুঝতে কিছু পারছো না?  আরে ভাই, সব পরিষ্কার হবে  প্রথমে তোমায় দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে! পড়ুন পরবর্তী কবিতা (রেলগাড়ি) পড়ুন পূর্ববর্তী কবিতা (দিশেহারা)

দিশেহারা - একটি কবিতা। Directionless - A Poem

Image
  দিশেহারা   পড়ায় মন বসেনা  মাথায় কিছু ঢুকেনা, আমি এখন কি যে করি  হয়েছে দিশেহারা!   থামতে চায়না আমি  চোখে বড়ো স্বপ্ন আছে,  তাই তো চেষ্টা আমার  কখনো থামবে না যে!   সময় খারাপ যতই হোক  এগিয়ে আমায় যেতেই হবে,  মনটাকে পড়াই আবার  আটকে দিতেই হবে!   মাঝে মাঝে ভাবি আমি  আছি কি আগের মতো,  পড়াই যখন মন বসতো  ভালোভাবে পড়া হতো! সবকিছু পাল্টে গেছে  কিছু নেই আগের মতো,   পুরনো রং ঝরেছে  নতুনের রং মেখেছে! তবু আমায় পড়তে হবে  এগিয়ে যাওয়ার জিদে, দু চোখের স্বপ্ন আমায়  দু হাত বাড়িয়ে ডাকে!  অজুহাত ঝেড়ে ফেলো  ভালোভাবে পড়া করো,  নইলে অসহায় ভাবে  বাকি জীবনটা কাটাতে হবে! পড়ুন পরবর্তী কবিতা (দৃষ্টিভঙ্গি) পড়ুন পূর্ববর্তী কবিতা (আসল সত্য)

আসল সত্য - একটি কবিতা। Original Truth - A Poem

Image
  আসল সত্য  অর্থ লিপ্সা চারিদিকে আজ  এই আবর্তে পরে  হারিয়ে গেছে আমার আওয়াজ।  আমি আজ মূক  চিহ্ন-ভিন্ন হয়ে গেছে বুক, প্রতিনিয়ত ক্ষয় হচ্ছি একটু একটু করে,  ভালো মানুষের জায়গা নেয়  এই অসভ্য মানুব সংসারে!   আজ সকলের চায় টাকা,  বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি বাবা-মা বাদ নেই কেউ;  সকলের ভিতরই আছে সেই ধনপতিপাল,  যে চাইছে সর্বদা  আরো টাকা, আরো টাকা!  বাইরে যে যায় বলুক না কেনো  সকলে সকলেই আজ অর্থলিপসায় মগ্নো!   সম্পর্ক আজ ফিকে "চা",  মিষ্টি ভাব নেই তাতে;  আছে শুধু চাহিদারূপ চা পাতা!  চিনি বা গুড় হারিয়ে গেছে  তাদের জায়গা নিয়েছে "টাকা"!  যত টাকা তত মিষ্টি টান পরলেই অনাসৃষ্টি! এখন বুঝতে পারছি  সম্পর্কের টান কোনদিনই ছিল না,  এ তো টাকা যা এতদিন বেঁধে রেখেছিল! পড়ুন পরবর্তী কবিতা (দিশেহারা) পড়ুন পূর্ববর্তী কবিতা (সমস্যা)

সমস্যা - একটি কবিতা। Problem - A Poem

Image
  সমস্যা   বড়ো সবাই হতে চায়  কি কি করবে ভাবে অনেকে  কিন্তু কাজের বেলায় থেমে যায়!  কপাল! এমন করে কি  আর বড়ো হওয়া যায়! বড়ো যদি সত্যিই হতে চাও  যা ভাবো তাকে কাজে লাগাও, প্রয়োগ ছাড়া চিন্তার কোন মূল্য নেয়,  এ কথা যারা মানে  শুধু তারাই বড়ো হয়!   ধন্যবাদ জানাও তোমাদের সমস্যাগুলিকে  তারা আসে তোমাদের বড়ো বানাতে,  বলে তারা তোমাদের  আর কতদিন থাকবে এভাবে,  এবার বুদ্ধি খাটাও, এবার কাজ করো  নাইলে জীবন নষ্ট হবে  এবারতো বুঝতে শেখো!   সমস্যা আমাদের চলতে শেখাই  কে আপন, কে পর - তাও জানাই,  চলার পথের এক অনন্য পদপ্রদর্শকে এটি  শুধু পরিবর্তন করতে হবে আমাদের দৃষ্টিভঙ্গি!  সমস্যায়, যদি উন্নতির আশা বাঁচিয়ে রাখো  তার সাথে যদি প্রচেষ্টা চালিয়ে যাও  তবে দেখবে,  একের পর এক রাস্তা খুলে যাচ্ছে  তাতেই তুমি সকলকে পিছনে ফেলবে। পড়ুন পরবর্তী কবিতা (আসল সত্য) পড়ুন পূর্ববর্তী কবিতা (উন্নতির পরীক্ষা)

উন্নতির পরীক্ষা - একটি কবিতা। Exam For Progress

Image
  উন্নতির পরীক্ষা   জীবনে যা পাওয়া যায়  সব কিছুরই মূল্য দিতে হয়,  দিতে হয় কঠিন থেকে কঠিনতম পরীক্ষা, তারপরই তো পূর্ণ হয় সকল আকাঙ্ক্ষা! শুধু পেয়েই যাবে বিনা পারিশ্রমকে  তা কি কখনো হতে পারে,  স্বার্থক জীবন পেতে হলে  প্রতি মুহূর্তে তোমাকে পরীক্ষায় বসতে হবে।  বড়োই অদ্ভুত এই প্রকৃতির নিয়ম  যা আমরা বুঝতে পারি না,  শুধু অজুহাত দিই- বলি ব্যতিক্রম,  আসলে সকলের জন্য নিয়ম আলাদা  কারণ ভিন্ন সকলের চাওয়া-পাওয়া! স্বপ্ন যেমন বড়ো  পরীক্ষাও তেমনি কঠিন,  উত্তীর্ণ হতে যদি তুমি পারো  হবে তোমার সব দুঃখ মোচন! তাই পরিস্থিতি যখন কঠিন হবে  ভয় না পেয়ে মনে রাখবে,  এটা জীবনেরই পরীক্ষা,  কারণ অনেক বেশি তোমার আকাঙ্ক্ষা!  পরীক্ষায় তোমায় দেখাতে হবে  তোমার যোগ্যতা,  তবেই তো হবে পূরন তোমার আকাঙ্ক্ষা! নিয়ে সাহস সরিয়ে ভয় সাথে উদ্যম ঝেরে সংশয়, এগিয়ে যাও সামনের দিকে  পরীক্ষা যতই হোক প্রতিপদে,  উত্তীর্ণ তুমি সব সময় হবে  জীবনে তুমি সবকিছু অবশ্যই পাবে! পড়ুন পরবর্তী কবিতা (সমস্যা) পড়ুন প...

সুযোগ - একটি কবিতা। Opportunity - A Poem

Image
  সুযোগ   আসেনা সবার কাছে  দিই না ধরা,  যতই ছোটো তুমি তার পাছে  থাকে সে নিজের খেয়ালে,  করি কাজ নিজের নিয়মে!  করো যতই তুমি হিসাব  সময় হলে তবেই পাবে সুযোগ!   বড়োই অদ্ভুত তার আসা অনেকেই বুঝতেই পারে না,  তাই তাদের অবস্থার পরিবর্তন হয় না! তবে যারা কাজে লাগায়  তাদের আর কে পায়, নাম,য্যোশ,‌খ্যাতি  সবকিছু তারা পায়।  এবার বলি বাস্তব কথা  সুযোগের আশায় থাকা বৃথা,  পরিশ্রমের কোন বিকল্প নেই  সর্বদা কাজ করে যাও!  সুযোগের ফলে যতই কিছু আসুক না কেনো নিজের চেষ্টায় পাওয়া জিনিস অমূল্য হয়!  ইতিহাস খুঁজে দেখো  ভুরি ভুরি উদাহরণ পাবে,  মৌর্য, মুঘল কিংবা গুপ্ত  সব ক্ষেত্রেই জড়িয়ে আছে,  বিনা পরিশ্রমে যারা সব পেয়েছে  অল্প দিনেই সব হারিয়ে গেছে!  তাই পরিশ্রম করে যাও, যা পাবে  সব দীর্ঘদিন স্থায়ী হবে! সুযোগের অপেক্ষায় থেকো না নিজের জীবন নষ্ট করো না! পড়ুন পরবর্তী কবিতা (উন্নতির পরীক্ষা) পড়ুন পূর্ববর্তী কবিতা (ঝুঁকি)

খোঁজ - একটি কবিতা। Search - A Poem

Image
  খোঁজ   সুখী সকলে হতে চায়  কিন্তু চেষ্টা কতজন করে!  অনেকে রাস্তা দেখে ঘাবড়ে যায়   কতজন এগিয়ে চলে!   অনেকেই অজুহাত দেয়  এটা-ওটা অনেক কারণ দেখায়,  নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য  কতো কিছুই না বলে যায়!  কিন্তু মনে রেখো, সমস্যা আসে  সুযোগ সাথে নিয়ে,  পাবে তুমি সঠিক দিশা  শুধু খোঁজ করতে হবে সজাগ হয়ে!   কোনো পথই ভুল হয় না  চলতে হবে বিশ্বাস নিয়ে,  ব্যর্থ হলেও তোমায় সে  এগিয়ে যেতে শিখিয়ে যাবে!  হতাশ হলে চলবে না,  থামলে কিছু পাবে না,  ব্যর্থ হলেও এগিয়ে চলো  একদিন সাফল্য অবশ্যই আসবে!  শুধু চালিয়ে যেতে হবে  সব সময় খোঁজ সজাগ হয়ে। পড়ুন পরবর্তী কবিতা (সুযোগ) পড়ুন পূর্ববর্তী কবিতা (ঝুঁকি)

ঝুঁকি - একটি কবিতা। Risk - A Poem

Image
  ঝুঁকি   জীবনে বড় হতে চাইলে  ঝুঁকি নিতে হয়,  একথা সকলেই বলে  কিন্তু ঝুঁকিও যে দু'রকম  এ কথা কজন জানে!   পরিকল্পিত ঝুঁকিতে বিপদ কম,  অপরিকল্পিত ঝুঁকি জুয়ার মতন,  বিপদ অবধারিত,  তাই ঝুঁকি নাও সাধ্যমত,  তার আগে একটু হিসাব কষে নাও  লাভ ও ক্ষতি কতো! তবে বড়ো যদি হতে চাও  জীবনে ঝুঁকি অবশ্যই নাও,  অনেক কিছুতে ঝুঁকে নেওয়া যায়  তবে সেটাতে নিও না,  যা তোমার ভালোভাবে জানা নেই!   জীবনে চলার পথে  লাভ-ক্ষতি তো হবেই,  তবে এমন ঝুঁকি কখনো নিও না,  যেখানে লাভ হওয়ার কোন সম্ভাবনা নেই!  অংক বোঝো হিসাব করে  তারপরে নাও ঝুঁকি,  লাভের পরিমাণ অল্প হলেও  বাড়বে তোমার বুদ্ধি! পড়ুন পরবর্তী কবিতা (ঝুঁকি) পড়ুন পূর্ববর্তী কবিতা (ভূত)

ভূত - একটি কবিতা। Ghost - A Poem

Image
  ভূত   কুকুরগুলো খুব ডাকাডাকি করছে সবাই নিজের মতো ভাবছে,  কেউ ভাবছে লোক যাচ্ছে, কেউবা ভাবছে চোর  কেউ ভাবছে এখন মধ্যরাত  এখন সময় ভূতেদের বের হওয়ার!  আমি বলি সবই কল্পনা  সবারই আছে নিজের মতো চিন্তা-ভাবনা, এটা যদি না হতো  তবে কেউ সাধু, আর কেউ বিজ্ঞানী হতো!   এবার আসি ভূতের ব্যাপারে,  সবাই বলে আত্মাই ভূত,  তাই যদি হতো,  এতো খুনির দল কি বেঁচে যেতো?  ভূতেদের যতো ক্ষমতা,  তারা তাদের খুনিদের ঘাড় মটকে দিতোনা?  দিতোনা তাদের শেষ করে?  তখন বিচারক বলতেন, খুনের কেস নেব না ভূতোই খুনিদের শাস্তি দেবে!   আচ্ছা, ভূত কি তবে সব ভুলে যায়?  ভূলে গেলে, কেনো এদিক-ওদিক ঘুরে বেড়ায়?   তাছাড়া রাতেই কেনো?  তবে কি সূর্যি মামাকে ওরা ভয় পায়?  এতো প্রশ্নের উত্তর আমি জানিনা,  শুধু চেষ্টা করলাম  ভূতেদের নিয়ে লিখতে একটি মজার কবিতা। পড়ুন পরবর্তী কবিতা (ঝুঁকি) পড়ুন পূর্ববর্তী কবিতা (বই প্রকাশ)

বই প্রকাশ - একটি কবিতা। Book Publication - A Poem

Image
  বই প্রকাশ  আজ আমি আনন্দে বিভোর  হয়েছে সম্পূর্ণ একটি কাজ,  যা আমি চেষ্টা করছিলাম, করার  জেগে রাত ও ভর!  আজ আমি আনন্দে বিভোর!   কিছু ভুল হয়েছে, প্রথম কাজ তাই  তবে শিখেছি বেশ কিছু,  পেয়েছি আত্মবিশ্বাস,  কেটেছে টান পিছু!  নতুন ভাবে রেঙেছে আমার আকাশ-বাতাস! এ যে এক বড়ো অভিজ্ঞতা,  ছিলোনা ধারণা, খুঁজেছি অনেক  পায়নি সঠিক পথ, তবে ছাড়িনি চলা!  পরিণতি তা আজ পেয়েছে  অনেক দিনের খোঁজ শেষ হয়েছে।  এবার শুধু অপেক্ষার পালা  আসল সংবাদ পাওয়ার জন্য, এতদিন চেষ্টা করেছি যার জন্য! এতো কথা তো হল সমাপ্তির আগের  এবার আসছে আনন্দের সময়,  কারণ প্রকাশিত হতে চলেছে  আমার হিন্দি কবিতার বই! পড়ুন পরবর্তী কবিতা (ভূত) পড়ুন পূর্ববর্তী কবিতা (সহজ ভাবলেই সহজ )

সহজ ভাবলেই সহজ - একটি কবিতা। Take Easily and It Will Be Easy - A Poem

Image
  সহজ ভাবলেই সহজ  সকলেই বলি জীবন বড় কঠিন, শুনে শুনে আমাদের এমন অবস্থা  জীবন যে খুবই সহজ  এটি ভাবেনি কোনদিন!   দুঃখ-কষ্ট, জড়া-ব্যাধি, অভাব-দারিদ্র্য  এগুলোরই উদাহরণ দেয় সকলে,  কিন্তু এসবের জন্য যে আমরাই দায়ী  তা বলে কজনে!  সব কিছুর মতোই জীবনেও আছে দুটি দিক  এটি তো আমরা দেখি কোনটি সঠিক, কোনটি বেঠিক! দুঃখ আছে, কিন্তু আনন্দ কি নেই?  কষ্ট আছে, তবে কি কেষ্ট নেই?  একই রকম জড়া-ব্যাধি, অভাব-দারিদ্র্য  সবকিছুুরই দুটো দিক,  একটি দেখে ঘাবড়ে যেওনা  অন্যটিযে ভালোর দিক!   এসব কিছু দৃষ্টিভঙ্গির ব্যাপার  তোমরা কোনটি নেবে?  বেঠিক ভাবলে জীবন কঠিন,  সঠিকেতে সহজ হবে জীবন! পড়ুন পরবর্তী কবিতা (বই প্রকাশ) পড়ুন পূর্ববর্তী কবিতা (নতুন শুরু)

নতুন শুরু - একটি কবিতা। New Beginning - A Poem

Image
  নতুন শুরু   কিছুদিন বিরতির পর  আবার শুরু পথ চলা, নতুন ভাবে নতুন করে  শুরু হল আমার পথ চলা! এটা কাজ সেটা কাজ  সেজন্য কেটেছে অনেকদিন,  এবার করছি শপথ আমি  কিছু লেখবই প্রতিদিন! আসুক যতই বাধা আপদ  জীবনে যতই আসুক বিপদ,  উদ্যম কিন্তু একটুও কমবেনা  আমার কলম আর থামবেনা! বিশ্বজুড়ে এত সমস্যা  প্রত্যেকেরই আছে নিজস্ব ঝামেলা, তবুও জীবন এগিয়ে যাচ্ছে  আমি কেনো থাকি পাছে।   তাই আর নয়, অনেক হলো  করছি এবার নিজেকে শক্ত,  অন্যায়ে আর গুরুত্ব দেবোনা  পেছনের কথা আমি আর ভাববো না। পড়ুন পরবর্তী কবিতা (সহজ ভাবলে সহজ) পড়ুন পূর্ববর্তী কবিতা (মহা প্রলয়)

মহা প্রলয় - একটি কবিতা। Great Devastation - A Poem

Image
  মহা প্রলয়  সমাজ ধ্বংসের জন্য  যথেষ্ট একজন অমানুষ,  জাতির ধ্বংসের জন্য  প্রয়োজন শুধুই একটি রাক্ষস। গোগ্রাসে খায় শুধুই  মানুষের পর মানুষ,  খিদে তার এতই ভীষণ  নিরাপদ থাকে না - নারী ও পুরুষ!   শুধুই লালসা আর কু-বুদ্ধি  ঘুরপাক খায় মাথায়, উদ্দেশ্য শুধুই একটি  কিভাবে মানুষের মাংস খায়! ভীষণ তার শক্তি  মানুষকে তুচ্ছ ভাবে,  ভুলে যায় সে  তারও মরণ আছে! মহিষাসুরকেই নিতে পারো  হিসেবে উদাহরণ,  স্বর্গ - মর্ত্য - পাতালে  করেছিল কিরকম আলোড়ন!  কিন্তু পরিণতি হয়েছিল কি?  ক্ষমতায় অন্ধ দানবের,  অমর হতে পারেনি সে  মরেছিল দূর্গা দেবীর হাতে!   এবারও আসছে দূর্গা  বলী চাই রাক্ষসের,  মহাপ্রলয় আসুক এ ধরায়  বিচার চাই আর জি করের! পড়ুন পরবর্তী কবিতা (নতুন শুরু) পড়ুন পূর্ববর্তী কবিতা (নৃশংসতা)

নৃশংসতা - একটি কবিতা। Cruelty - A Poem

Image
  নৃশংসতা   দৃষ্টিকটু, রোমহর্ষক,  ছাড়িয়ে গেছে পাশবিকতা  স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে,  এমনই নৃশংসতা, এমনই নিশংসতা! শ্লীলতাহানি, হত্যা  ক্ষত-বিক্ষত করা, হাড় ভেঙ্গে দেওয়া  মানবিক মানুষের হৃদয় কেঁপে ওঠে এমনই বর্বরতা, এমনই বর্বরতা ! সভা হয়েছে, নাটক চলেছে,  ধর্ষক ও খুনিদের বাঁচাতে পাশবিক ধর্ষণ ও হত্যাকে  পরিকল্পিতভাবে আত্মহত্যা বলেছে। প্রমাণ লোপাটের জন্য  অসময়ে দেহের ময়নাতদন্ত করেছে,  বাবা-মাকে দেহ দেখাতে, দীর্ঘ প্রতি প্রতীক্ষা করিয়েছে, অথচ শব দাহ করতে ত্বরা দেখিয়েছে! এই নারকীয় ঘটনার কান্ডারী সব, ধর্ষকদের বাঁচানোর ষড়যন্ত্রী সব,  সাহায্যকারী অমানুষ সব,  কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না!  ফাঁসি সকলের হবেই এবার  হতে পারে না ক্ষমা, এই নৃশংসতার! পড়ু ন পরবর্তী কবিতা (মহা প্রলয়) পড়ুন পূর্ববর্তী কবিতা (বিচার)