স্বপ্ন ও বাস্তবিকতা - একটি কবিতা। Dream and Reality - A Poem
স্বপ্ন ও বাস্তবিকতা ছাত্র জীবনতো এক স্বপ্নের জগৎ সেখানে নেই কোনো হৃদয়ের বেদনা, না আছে কোন প্রলোভন-প্ররোচনা, আনন্দ তার এক বড় অংশ জুড়ে আছে যদিও হিংসা-দ্বেষ দেখতে পাবে তবে তা তীব্র নয়, বিদ্যার ছোঁয়ায় সেগুলো কোথায় যেনো হারিয়ে যায়! স্বপ্ন ভাঙ্গলে যেমন খুশি বিলীন হয়, শিক্ষাজীবনের পর কর্মজীবনে প্রবেশ ঠিক স্বপ্ন ভাঙ্গার মুহূর্তের মতো, যখন আমরা বুঝতে পারি, কিছু নেই আগের মতো! ভক্তি, আদর্শ, ন্যায়, ত্যাগ সবই শুধু বইয়ের পাতায় মানায়, শিশুদের স্বপ্নের জগতে আটকে রাখার জন্য ব্যবহারিক জীবনে তাদের কোন অস্তিত্ব নেই! সংসার জীবন আরো কঠোর এখানে মানুষের কোন মূল্য নেই, শুধু গুরুত্ব আছে টাকার! অনেক টাকা আছে, তবে সকলের তুমি প্রিয়, পরিবারের গৌরব, আর টাকা না থাকলে হবে অবহেলিত, বলবে সকলে গর্ধব! পড়ুন পরবর্তী কবিতা (সমাধান) পড়ুন পূর্ববর্তী কবিতা (কেনো)