আর না - একটি কবিতা। No More - A Poem

আর না অনেক হলো, আর না নোংরামি অনেক দেখলাম, অমানুষিক ব্যবহার অনেক সহ্য করলাম, এবার সিদ্ধান্ত নিয়েছি উড়ে যাওয়ার নতুন পথে আগের মতো হওয়ার! অমানুষেরা মানবিকতা বোঝেনা টাকা ছাড়া তারা কিছু চেনেনা, টাকায় তাদের পরম প্রিয় এজন্য তাদের কাছে সব আচরণই শ্রেয়! থাক তারা তাদের মতো অমানুষিক ব্যবহার আর সইবো নাতো, অসভ্যতাই তারা এতই নিমজ্জিত ভালো তারা আর হতে পারবে নাতো! মুখ দেখলেই ঘেন্না জাগে আওয়াজ শুনলে মাথা ধরে, এভাবেই চললে পরে একদিন আমি যাবো মরে ! তাই আর নই, অনেক হলো জীবনের অনেক সময় নষ্ট হলো, এবার বাঁচবো নিজের মতো উড়বো এবার দিক থেকে দিগন্ত! পড়ুন পরবর্তী কবিতা পড়ুন পূর্ববর্তী কবিতা (অলসতা)