অলসতা - একটি কবিতা। Laziness - A Poem
অলসতা
কাটে সময়, দিন চলে যাই
শুধুই বসে বসে,
অলসতায় ডুবে গেলে
এগোনো হবে না আর জীবনে!
কাজের উদ্যম ছাড়া
আসেনা বিলাসিতা,
অলসতা পেয়ে বসলে
কাজ না করায় - হয় বিলাসিতা!
সময়ের সাথে অলসতার
কিরকম এক মিত্রতা,
সময় যেন থেমে যায়
যেখানে থাকে অলসতা!
সময়ের অভাব ব্যস্ত জীবনে
অলসতায় সময় অনেক মেলে,
তাতে কিন্তু লাভ হয় না
কারণ, সময়ের সদ্ব্যবহার হয় না!
অতীত ঘেঁটে দেখো
ভুরি ভুরি উদাহরণ পাবে,
অলসতায় যারা থেকেছে ডুবে
একদিন তারা অবশ্যই পস্তেছে!
তাই সময় থাকতেই শিক্ষা নাও
অলসতাকে দূরে সরাও,
দেখবে উজ্জ্বল ভবিষ্যৎ ধীরে ধীরে
চলে আসবে তোমার নাগালে!
Comments
Post a Comment