বৃষ্টি - একটি কবিতা। Shower - A Poem
বৃষ্টি
উফ: গরম, প্রচন্ড গরম
আর সহ্য হচ্ছে না,
বৃষ্টির দেখা নেই, তাপমাত্রা চরম!
কেউ আর স্বস্তি পাচ্ছেনা
আর কতদিন চলবে এভাবে,
কেউ জানেনা, বৃষ্টি হবে কবে?
কখন আসবে সেই আরামের সময়?
সকলেই চেয়ে আছে,
কখন বৃষ্টি হয়!
পাপ বেড়েছে, অনেকেই বলছে
সমাজ ধ্বংসের দিকে এগিয়েছে,
গাছের পর গাছ হারিয়ে গেছে
লোকসংখ্যার চাপ বেড়েছে,
বৃষ্টি না হওয়ার কারণ অনেক লোক মুখে,
কারণ প্রত্যেকেই আজ অসহায়
এই প্রচন্ড গরমের কাছে!
বিনা কারণে তো কিছু হয়না!
আবহাওয়ার উষ্ণতা বেড়েছে,
সমাজ কি তার দায় নেবে না!
নির্বিচারে বৃক্ষ ছেদন, জল অপচয়
গ্রিনহাউস গ্যাস নির্গমন,
জলাভূমি ভরাট - কে করেছে?
প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ফল হয়
এটি ভুলে গেলে কিভাবে চলবে!
এখনো সময় আছে
সংশোধন করো,
নইলে আরো খারাপ দিন আসবে
তখন কষ্টের মাত্রা আরো বাড়বে,
তাই বৃষ্টির জন্য অপেক্ষা নয়
বৃষ্টি হওয়ার পথ শুগম করো,
এভাবেই আসবে সুন্দর আবহাওয়া
সার্থক হবে তোমার জীবশ্রেষ্ঠ হওয়া!
Comments
Post a Comment