সকালের বাতাস - একটি কবিতা। Morning Air - A Poem
সকালের বাতাস
প্রাণ জুড়ানো ছোঁয়া, আনন্দের স্পর্শ
নিয়ে তুমি আসো
তাদের জন্য,
যাদের নেয় কোন অলসতা
এগিয়ে যাওয়ার জন্য!
দিয়ে যাও অফুরন্ত মনোবল
তারা হয়ে ওঠে শক্ত-সবল
এগিয়ে যায় তারা সামনের দিকে
তোমার জয়গান, আজ তাই দিকে দিকে!
আসো তুমি কোথা থেকে, না জানি
তবু তোমার স্পর্শের জন্য, অপেক্ষায় থাকি
তোমার পরশের মেল, মেলা ভার
তুমি আসো, কাটলে আঁধার!
গেয়ে যাও তুমি, নতুন সকালের গান
জুড়িয়ে যায় তাতে, সকলের মনোপ্রাণ!
বলে যাও তুমি, হয়েছে সময়
ওঠো, জাগো, আর থাকে না বিছানায়!
সময়ই পাল্টেছে বদলেছে সবকিছু
পরিণত হয়েছে, আগে যারা ছিল শিশু,
যা ছিল আগে খাঁটি, হয়েছে বিষাক্ত
সকলেই আজ বদ অভ্যাসে আসক্ত,
কিন্তু তুমি যেমন ছিলে তেমনি আছো,
বদলাওনি সময়ের ছোঁয়ায়,
সকলে আজও মুগ্ধ হয়
তোমার হৃদয় স্পর্শী হাওয়ায়!
তুমি দেখিয়ে দিয়েছো
মিথ্যা করেছো প্রমাণ,
যারা সব সময় বলতো
"সময়" সর্বশক্তিমান!
তোমার সুবাস, প্রাণ জুড়ানো পরশ
ছিল, আছে, থাকবে;
কালের ছায়া তোমাকে
পারবেনা গ্রাস করতে!
Comments
Post a Comment