রেলগাড়ি - একটি কবিতা। Train - A Poem
রেলগাড়ি
তুমি সুতোর মতো জুড়ে দাও
এক প্রান্তকে আরেকটির সাথে,
তুমি সাহায্যের হাত বাড়াও
প্রতিটি যাত্রীর পাণে!
যাত্রায় তুমি প্রথম পছন্দ
সকলকেই তুমি দাও আনন্দ,
তোমারই সহায়ে হয়, কতো রোজগার
দুবেলা খাবার পাই, কতো পরিবার!
কিন্তু মাঝে মাঝে তোমার কি হয়?
যখন তুমি হও রক্ত পিপাসু ,
তোমার প্রচন্ডতায় মারা যায়
কতো নর-নারী ও নিষ্পাপ শিশু!
তোমার ধ্বংসলীলা দেখে
মানব সমাজ কেঁপে ওঠে,
বাকরুদ্ধ করে দাও তুমি সকলকে
বদলে যাও যখন তুমি ভয়ানক দানবে।
তোমার জয়-যাত্রা দেখে
আনন্দিত হয় সকলে,
তারা চায় তুমি আরো বড়ো হও
সকলে গর্বিত হয় তোমার জয়ে,
কিন্তু মাঝে মাঝে তোমার ধ্বংসলীলায়
সকলের আনন্দ ধূলিসাৎ হয়!
এইতো কদিন আগে
তুমি নিলে সেই ভয়ংকর রূপ,
শত শত প্রাণ ছিনিয়ে নিলে
বানালে মৃতদেহের স্তূপ!
করলে কত মানুষকে দিশেহারা
তোমায় বিশ্বাস করেছিল যারা।
তবে কি তুমি ছলোনা করো
মানুষের বন্ধু হওয়ার,
আনন্দের লোভ দেখিয়ে
ছিনিয়ে নাও খুশি,
তুমি বন্ধু না শত্রু হবে
এবার ঠিক করো, রেলগাড়ি!
Comments
Post a Comment