দৃষ্টিভঙ্গি - একটি কবিতা। Outlook - A Poem
দৃষ্টিভঙ্গি
আজ সকলের শুধু চাই চাই
এটা চাই, সেটা চাই
কিন্তু কাজের বেলায় কিছু নাই!
পাগল সব,
পরিশ্রম ছাড়া কি কিছু পাওয়া যায়!
যা চাও সব পাবে
কিন্তু পরিশ্রম তোমাকে করতে হবে,
বসে বসে যদি ভাবো
সবকিছু পেয়ে যাবো,
তবে তো তুমি দেখছো দিবা স্বপ্ন!
যারা পেয়েছে, একবার জেনে দেখো
পরিশ্রম তারা করতো কতো!
তুমিও যদি সব চাও
পরিশ্রম করে যাও!
কি করবে?
কেমন ভাবে করবে?
বুঝতে কিছু পারছো না?
আরে ভাই, সব পরিষ্কার হবে
প্রথমে তোমায় দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে!
Comments
Post a Comment