উন্নতির পরীক্ষা - একটি কবিতা। Exam For Progress
উন্নতির পরীক্ষা
জীবনে যা পাওয়া যায়
সব কিছুরই মূল্য দিতে হয়,
দিতে হয় কঠিন থেকে কঠিনতম পরীক্ষা,
তারপরই তো পূর্ণ হয় সকল আকাঙ্ক্ষা!
শুধু পেয়েই যাবে বিনা পারিশ্রমকে
তা কি কখনো হতে পারে,
স্বার্থক জীবন পেতে হলে
প্রতি মুহূর্তে তোমাকে পরীক্ষায় বসতে হবে।
বড়োই অদ্ভুত এই প্রকৃতির নিয়ম
যা আমরা বুঝতে পারি না,
শুধু অজুহাত দিই- বলি ব্যতিক্রম,
আসলে সকলের জন্য নিয়ম আলাদা
কারণ ভিন্ন সকলের চাওয়া-পাওয়া!
স্বপ্ন যেমন বড়ো
পরীক্ষাও তেমনি কঠিন,
উত্তীর্ণ হতে যদি তুমি পারো
হবে তোমার সব দুঃখ মোচন!
তাই পরিস্থিতি যখন কঠিন হবে
ভয় না পেয়ে মনে রাখবে,
এটা জীবনেরই পরীক্ষা,
কারণ অনেক বেশি তোমার আকাঙ্ক্ষা!
পরীক্ষায় তোমায় দেখাতে হবে
তোমার যোগ্যতা,
তবেই তো হবে পূরন তোমার আকাঙ্ক্ষা!
নিয়ে সাহস সরিয়ে ভয়
সাথে উদ্যম ঝেরে সংশয়,
এগিয়ে যাও সামনের দিকে
পরীক্ষা যতই হোক প্রতিপদে,
উত্তীর্ণ তুমি সব সময় হবে
জীবনে তুমি সবকিছু অবশ্যই পাবে!
Comments
Post a Comment