খোঁজ - একটি কবিতা। Search - A Poem
খোঁজ
সুখী সকলে হতে চায়
কিন্তু চেষ্টা কতজন করে!
অনেকে রাস্তা দেখে ঘাবড়ে যায়
কতজন এগিয়ে চলে!
অনেকেই অজুহাত দেয়
এটা-ওটা অনেক কারণ দেখায়,
নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য
কতো কিছুই না বলে যায়!
কিন্তু মনে রেখো, সমস্যা আসে
সুযোগ সাথে নিয়ে,
পাবে তুমি সঠিক দিশা
শুধু খোঁজ করতে হবে সজাগ হয়ে!
কোনো পথই ভুল হয় না
চলতে হবে বিশ্বাস নিয়ে,
ব্যর্থ হলেও তোমায় সে
এগিয়ে যেতে শিখিয়ে যাবে!
হতাশ হলে চলবে না,
থামলে কিছু পাবে না,
ব্যর্থ হলেও এগিয়ে চলো
একদিন সাফল্য অবশ্যই আসবে!
শুধু চালিয়ে যেতে হবে
সব সময় খোঁজ সজাগ হয়ে।
Comments
Post a Comment