কেনো - একটি কবিতা। Why - A Poem
কেনো
প্রশ্ন জাগে মনের মধ্যে
ভোটের ডিউটি কাটালেন,
রহস্যটা কি এর মধ্যে?
প্রথমে বলেছিলেন দেবেন অন্য কাজ
দেখাও করলাম দুবার,
তবুও কিছু না করেই কাটল আজ!
পেয়েছিলেন কি ইঙ্গিত হিংসার!
তাই নিজের কর্মচারী ভেবে
রাখতে কি চেয়েছিলেন নিরাপদে?
না নির্দেশ ছিল কমিশনের
শিক্ষকদের নেওয়া যাবে না পরিচালনার কাজে?
আবার জাগছে প্রশ্ন
রেখেছিলেন কি আমাকে বিকল্প হিসেবে?
পাছে হই কোনো বিপদ
তখন ডেকে নেবেন আমাকে?
মাঝে মাঝে ভাবি, ভালই হলো
এই নোংরামিভরা ভোট
নিতে যাওয়ার ইচ্ছে ছিল না একটুও!
তবু প্রশ্ন উকি মারছে
কেনো? কেনো? কেনো?
ভোটের ডিউটি কাটিয়ে
কোনো কাজ দিলেন না কেনো?


Comments
Post a Comment