জীবনের পরীক্ষা - একটি কবিতা। Examination of Life - A Poem
জীবনের পরীক্ষা
প্রত্যেককে দিতে হয় পরীক্ষা
এ জীবনে,
কাউকে আগে, কাউকে অন্তকালে
কাউকে বা মাঝে,
পরীক্ষা ছাড়া এ জীবনে
সহজে কিছু কি আসে?
এখন আমার পালা
পরিষ্কার হচ্ছে সব সত্য-মিথ্যা,
খাঁটি-ভেজালের গণ্ডি দিয়ে
এগিয়ে চলছে পরীক্ষার খেলা!
সমস্যাতো সব দিনই ছিল
কিন্তু জীবন ছন্দেই চলতো,
ভাবছিলাম সেগুলোই পরীক্ষা,
এখন বুঝতে পারছি
আমি ছিলাম বোকা!
পরীক্ষার প্রস্তুতি পরবো ছিল ওগুলো
দিচ্ছিল তারা ইঙ্গিত, বলছিল
সামনে বর্তমানের দিনগুলো!
এবার বুঝেছি অনেক কিছু
করেছি সপথ,
উত্তীর্ণতো হবই এবার
কারণ করেছি যে সব ভুল,
আর করবোনা আবার!


Comments
Post a Comment