আসল সত্য - একটি কবিতা। Original Truth - A Poem
আসল সত্য
অর্থ লিপ্সা চারিদিকে আজ
এই আবর্তে পরে
হারিয়ে গেছে আমার আওয়াজ।
আমি আজ মূক
চিহ্ন-ভিন্ন হয়ে গেছে বুক,
প্রতিনিয়ত ক্ষয় হচ্ছি একটু একটু করে,
ভালো মানুষের জায়গা নেয়
এই অসভ্য মানুব সংসারে!
আজ সকলের চায় টাকা,
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি বাবা-মা
বাদ নেই কেউ;
সকলের ভিতরই আছে সেই ধনপতিপাল,
যে চাইছে সর্বদা
আরো টাকা, আরো টাকা!
বাইরে যে যায় বলুক না কেনো
সকলে সকলেই আজ অর্থলিপসায় মগ্নো!
সম্পর্ক আজ ফিকে "চা",
মিষ্টি ভাব নেই তাতে;
আছে শুধু চাহিদারূপ চা পাতা!
চিনি বা গুড় হারিয়ে গেছে
তাদের জায়গা নিয়েছে "টাকা"!
যত টাকা তত মিষ্টি
টান পরলেই অনাসৃষ্টি!
এখন বুঝতে পারছি
সম্পর্কের টান কোনদিনই ছিল না,
এ তো টাকা
যা এতদিন বেঁধে রেখেছিল!
Comments
Post a Comment