আসল সত্য - একটি কবিতা। Original Truth - A Poem

 আসল সত্য 


আসল সত্য  - একটি কবিতা। Original Truth - A Poem

অর্থ লিপ্সা চারিদিকে আজ

 এই আবর্তে পরে 

হারিয়ে গেছে আমার আওয়াজ।

 আমি আজ মূক

 চিহ্ন-ভিন্ন হয়ে গেছে বুক,

প্রতিনিয়ত ক্ষয় হচ্ছি একটু একটু করে,

 ভালো মানুষের জায়গা নেয়

 এই অসভ্য মানুব সংসারে!

 

আজ সকলের চায় টাকা,

 বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এমনকি বাবা-মা

বাদ নেই কেউ;

 সকলের ভিতরই আছে সেই ধনপতিপাল,

 যে চাইছে সর্বদা

 আরো টাকা, আরো টাকা!

 বাইরে যে যায় বলুক না কেনো

 সকলে সকলেই আজ অর্থলিপসায় মগ্নো!

 

সম্পর্ক আজ ফিকে "চা", 

মিষ্টি ভাব নেই তাতে;

 আছে শুধু চাহিদারূপ চা পাতা!

 চিনি বা গুড় হারিয়ে গেছে

 তাদের জায়গা নিয়েছে "টাকা"!

 যত টাকা তত মিষ্টি

টান পরলেই অনাসৃষ্টি!


এখন বুঝতে পারছি 

সম্পর্কের টান কোনদিনই ছিল না,

 এ তো টাকা

যা এতদিন বেঁধে রেখেছিল!


পড়ুন পরবর্তী কবিতা (দিশেহারা)
পড়ুন পূর্ববর্তী কবিতা (সমস্যা)

আসল সত্য  - একটি কবিতা। Original Truth - A Poem


Comments

Popular posts from this blog

नया शुरुआत - एक कविता। New Beginning - A Poem

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

ফেয়ারওয়েল কবিতা। Farewell - A Poem

Social Service - A Poem

বিদ্যাসাগর - একটি কবিতা। Vidyasagar - A Poem

Greed - A Short Story

Something Special - A Poem