হতে কি চলেছে - একটি কবিতা। Is It Going To Begin - A Poem

হতে কি চলেছে হতে কি চলেছে, তবে! হতে কি চলেছে, শুরু! নতুনভাবে নতুন পথে নতুনকে নিয়ে সাথে নতুন গন্তব্যের উদ্দেশ্যে গমণ! কত আশা আছে বুকে কত উন্মাদনা উঁকি দিচ্ছে, কত কিছু মাথায় ঘুরছে, চাইছে তারা প্রকাশ পেতে নিজেদেরকে মেলে ধরতে! প্রতীক্ষা তাদের অনেক দিনের দেখা মিলবে কবে, সেই সুদিনের যবে হবে শুরু, নতুন জীবনের! আর নয়, আর নয় দিন হয়ে এসেছে শেষ, ঘোর কালো মেঘ গেছে সরে, ভোরের আলোর প্রভা দিয়েছে দেখা! আর কিছুক্ষণ পরেই ছড়িয়ে পড়বে নতুন জীবনের ডঙ্কা! পরুন পরবর্তী কবিতা (জীবন শিক্ষা) পরুন পূর্ববর্তী কবিতা (বেসামাল) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram