Posts

Showing posts with the label Bengali Poetry

হতে কি চলেছে - একটি কবিতা। Is It Going To Begin - A Poem

Image
 হতে কি চলেছে হতে কি চলেছে, তবে!  হতে কি চলেছে, শুরু!  নতুনভাবে নতুন পথে  নতুনকে নিয়ে সাথে  নতুন গন্তব্যের উদ্দেশ্যে গমণ! কত আশা আছে বুকে  কত উন্মাদনা উঁকি দিচ্ছে,  কত কিছু মাথায় ঘুরছে,  চাইছে তারা প্রকাশ পেতে  নিজেদেরকে মেলে ধরতে!  প্রতীক্ষা তাদের অনেক দিনের  দেখা মিলবে কবে, সেই সুদিনের  যবে হবে শুরু, নতুন জীবনের! আর নয়, আর নয়  দিন হয়ে এসেছে শেষ,  ঘোর কালো মেঘ  গেছে সরে,  ভোরের আলোর প্রভা  দিয়েছে দেখা!  আর কিছুক্ষণ পরেই ছড়িয়ে পড়বে  নতুন জীবনের ডঙ্কা! পরুন পরবর্তী কবিতা (জীবন শিক্ষা) পরুন পূর্ববর্তী কবিতা (বেসামাল) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

বেসামাল - একটি কবিতা। Disbalanced - A Poem

Image
 বেসামাল আজ আমি পথ হারিয়েছি  হয়েছি অস্থির, সন্ধান রাস্তার  জীবন কঠিন, হয়েছি বেসামাল! তবু বুকে আশা মারছে উঁকি  সাহসে ক্ষীণ প্রভা   বলছে নিতে ঝুঁকি!  উফ্! কি যে করি আমি?  সময়গুলো কি কেটে যাবে এমনি! জেদও আছে, ভয়ও আছে  আমি পড়েছি তাদের মাঝে!  জেদ বলে চালিয়ে যাও,  জীবনে সফলতা পাবে!  ভয় বলে থামো,  বিপদ কিন্তু হতে পারে! এভাবেই কাটছে সময়  কখনো ঘুরে বেড়াচ্ছি,  কখন আবার ধরছি বই! কিন্তু, কোনোটিই যথেষ্ট নয়!  নিতে হবে কঠিন সিদ্ধান্ত  এগিয়ে যাবো, না হবো শান্ত! পরুণ পরবর্তী কবিতা (হতে কি চলেছে) পরুণ পূর্ববর্তী কবিতা (মা বোল্লাকালী) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest  

মা বোল্লাকালী - একটি কবিতা। Ma Bollakali - A Poem.

Image
 মা বোল্লাকালী প্রণাম 'মা' বোল্লাকালী  দুঃখ হচ্ছে তবুও বলি,  ভেবেছিলাম দর্শন করতে যাবো  গিয়ে 'মা' তোমার কাছে প্রার্থনা করবো!  কিন্তু 'মা' এখন যাবোনা,  গেলে 'মা' পড়া হবেনা,  তুমি কিন্তু 'মা' সন্তানের উপর রাগ করোনা! পরীক্ষা যে এগিয়ে আসছে  এখনো 'মা' অনেক পড়া বাকি আছে, পড়াশোনাতো 'মা' করতে হবে  পরে 'মা' তোমার কাছে যাওয়া যাবে!  তুমিতো 'মা' সবই জানো  তোমার কাছে কিছু থাকেনা লুকোনো তাই 'মা' তুমি অবশ্যই দেখো  আমার হৃদয়কে তুমি ভালো রেখো! কথা দিচ্ছি 'মা' আগামী বছর  যদি ভালো থাকে সব খবর অবশ্যই যাবো তোমায় দেখতে  কিন্তু, এখন 'মা' আমায়  তোমায় হবে দেখতে!  দেখো যেন সকলে ভালো থাকি  আর মনটার আমার হয়েছে কি?  আগেতো সে এমন ছিল না  এখন যে সে আমার কথা শোনেনা  এবার তুমি 'মা' আশীর্বাদ করো, সব বাধা আমার দূর করো! পরুণ পরবর্তী কবিতা (বেসামাল) পরুণ পূর্ববর্তী কবিতা (অভিভাবক) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem

Image
অভিভাবক  যাদের আমরা দেখি চাষের মাঠে  পথে, ভাটাতে বা রেস্তোঁরাতে,  তাদের বলে সকলের শ্রমিক  তারা হতে পারতো উন্নত করতে হতো না তাদের  কারোর কাছে মাথা নতো  যদি তারা সচেতন অভিভাবক পেতো!  কিন্তু আজ কিছু করার নেয় কেটে গেছে যে, অনেক সময়  এখন চলছে তাদের অসময়, তারা যে আজ অসহায়  এখন আর কিছু করার নেয়! আরো কিছু মানুষ আছে  পৈত্রিক সম্পত্তি, তাদের প্রচুর আছে,  তারা যায় না কাজে, শুধু বসেই থাকে  গল্প-গুজব, আনন্দ-ফূর্তি  জীবনে তাদের এসবই কীর্তি! অভিভাবক ছিলেন তাদেরও  কিন্তু উনারাও ছিলেন না কোন কাজের  সন্তান স্নেহে অন্ধ হয়ে  গেছেন চলে শুধু অমানুষ তৈরি করে!  কিছুদিন পর বুঝতে পারবে  যখন তাদের ভাড়ার ফুরোবে! এবার বলি তাদের কথা  যাদের জন্য গর্ব হয়  যারা চলে উঁচু করে মাথা!  এরাই তো দেশের কান্ডারী,  কিছু যায়-আসে না এতে  শহরে না গ্রামে এদের বাড়ি!  কিন্তু একটি ব্যাপার এদের সাদৃশ্য আছে  সকলেই এরা সচেতন অভিভাবক পেয়েছে!  যারা দায়িত্ব থেকে যায়নি পালিয়ে সন্তান স্নেহে যায়নি হার...

বেতন - একটি কবিতা। Salary - A Poem

Image
 বেতন যার অপেক্ষায় ছিলাম এতদিন  আজ সে দিল দেখা, সন্ধ্যার পর হাতে পেয়েও,  পকেটটা দেখি ফাঁকা!  তবু, দিয়ে গেল আনন্দ  মনেতে খুশির ছোঁয়া, দূর হলো গুমোট ভাব  প্রাণে লাগলো ফুরফুরে হাওয়া! মাসে একদিন,  অপেক্ষা বাকি দিন, পেতে চায় সকলে তাকে  প্রতিদিন! প্রতিদিন!  কিন্তু সেও যে কম নয়, কাজ করিয়ে দেখা দেয়  ফাঁকি দিতে জানে না সে  সকলেরই খেয়াল রাখে সে! যদিও কিছু জন বাকি থাকে  তাদের আগে হবে হতে  এর যোগ্য যে,  প্রতিষ্ঠা করতে হবে তাদের দাবি,  তারপরেই তো, সে বলবে তোরাও পাবি, তোরাও পাবি! পরুণ পরবর্তী কবিতা (অভিভাবক) পরুণ পূর্ববর্তী কবিতা (ওয়াল ম্যাগাজিন) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

ওয়াল ম্যাগাজিন - একটি কবিতা। Wall Magazine - A Poem

Image
 ওয়াল ম্যাগাজিন এক দুই তিন  প্রকাশিত হবে , আমাদের কলেজে ওয়াল ম্যাগাজিন!  দুই তিন চার, এবার  সকলেরই কিছু লেখা দরকার!  তিন চার পাঁচ  খুঁজে দেখ, মগজের আনাজ কানাচ! চার পাঁচ ছয়  নয় তো দেখ,  ডায়েরিতে যদি কিছু রয়! পাঁচ ছয় সাত  না থাকুক,  লেখায় তোর হাত! ছয় সাত আট,  তাতে কি?  লেখা প্রকাশিত হোক বা দেওয়ালে সাটাক! সাত আট নয়,  চেষ্টা কর, তোর দ্বারা হবেই!  আট নয় দশ,  অনেক হল, এবার চুপটি করে বস! পরুণ পরবর্তী কবিতা (বেতন) পরুণ পূর্ববর্তী কবিতা (আমি কি করবো) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

আমি কি করবো - একটি কবিতা। What Will I Do - A Poem

Image
 আমি কি করবো আজ মন বড়োই অস্থির  সামাজিক অবস্থা নেই যে স্বস্থির,  মেয়েদের আজ বড়ই বিপদ  পরিবেশ তাদের জন্য নেই নিরাপদ!  যা আগে লোকের মুখে শুনতাম  গুজব বলে সব উড়িয়ে দিতাম,  আজ যেন আমি উপলব্ধি করলাম, গুজব ছিল না ওগুলো বুঝতে পারলাম! আজ বড়োই ব্যথিত আমি  ব্যথার মাঝে ক্রোধ দিচ্ছে উঁকি, বলছে, হও এক প্রচন্ড মানুষ  যে ধ্বংস করে দিবে তাদের,  যারা অমানুষ! সমাজ সেবার টান তো  আগে থেকেই আছে, আমি যেতে চাই তাইতো,  সিভিল সার্ভিস-এ!  কিন্তু, মনে আমার ভয় চেপেছে  মগজটাও সঙ্গ ছেড়েছে  এখন ভাবছি যাই পলিটিক্স-এ, কিন্তু, আদর্শ আমার বাধা দিচ্ছে! পরুণ পরবর্তী কবিতা (ওয়াল ম্যাগাজিন) পরুণ পূর্ববর্তী কবিতা (শরিফুলদা) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শরিফুলদা - একটি কবিতা। Shariful Brother - A Poem

Image
 শরিফুলদা নামের মধ্যেই ফুটেছে ফুল  নামটি যে শরিফুল!  উনাকে যখন প্রথম দেখি,  ভেবেছিলাম উনি মিশুকে হবেন কি?  একসাথে যখন যাত্রা করলাম  তখন আমি বুঝতে পারলাম,  এমন মানুষ সাথে থাকলে পরে,  দিন অবশ্যই কাটবে মজা করে! কর্মে সচেতন, গল্পের রসিক  মাঝে মাঝে আবার হন সাংবাদিক, এজন্যই তো উনার নাম  ছড়িয়ে আছে চারিদিক! কিছু মানুষ আসে জীবনে,  যারা দাগ কেটে যায় মনে,  শরিফুল দাও যে তেমন মানুষ  উনাকে ভুলবো,  আমি নয়তো এমন অমানুষ!  তাইতো উনাকে স্মরণ রাখতে  বসেছিলাম আমি এই কবিতাটি লিখতে!  কয়েকটা দিন সাথে কাটালাম  আজ উনাকে বিদায় জানালাম,  রইলাম আমি এই আশাতেই,  আবার হবে দেখা‌ উনার সাথে! পরুণ পরবর্তী কবিতা (আমি কি করবো) পরুণ পূর্ববর্তী কবিতা {দূর্গা পূজো(বিজয়া দশমী)} My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

দূর্গাপূজো (বিজয়া দশমী) - একটি কবিতা। Durga Pujo (Vijaya Dashami) - A Poem

Image
 দূর্গাপূজো (বিজয়া দশমী) দশমীর পর বিজয়া দশমী এলো  'মা'যে আবার ফিরে গেলো,  যদিও চাইনি 'মা'কে দিতে যেতে  তবু আটকাতাম আমি কোন্ শক্তিতে!  এটাই তো লেখা আছে শাস্ত্রতে, যা রাজত্ব করছে এ সংসারেতে! সকলেই পেলো অনেক কিছু  আমিও থাকিনি পিছু,  পেয়েছি আমার সেই পথ  যা হারিয়ে, নিয়েছিলাম অন্য পথ!  মা এই করছি শপথ  তোমার দেখানো পথই নেবো  তারপরই 'মা' আমি থামবো! দিয়ে গেল মা আনন্দের স্মৃতি  যার বলে, সব দুঃখ এখন বিস্মৃতি  সেই আনন্দ এতটাই প্রগার  সব বাধা এবার হবে পার! নতুন শক্তিতে পড়া শুরু করবো আবার  লক্ষ্য, মা বলে দিয়েছে যে এবার! পরুণ পরবর্তী কবিতা (শরিফুলদা) পরুণ পূর্ববর্তী কবিতা {দূর্গা পূজো (দশমী)} My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

দূর্গাপূজো (দশমী) - একটি কবিতা। Durga Pujo (Dashami) - A Poem

Image
 দূর্গাপূজো (দশমী) নবমী এলো অনেক আনন্দ মজা হলো,  যদিও তা কিছুক্ষণের জন্য  থেমে গেছিলো!  এবার এসেছে দশমী  লেগেছে প্রাণে আশার ছোঁয়া  মন বলে,  আরো একবার চেষ্টা করো,  তার আগে, মায়ের কাছে প্রার্থনা করো  বলো এবার আশা পূরণ করো! ছেড়ে দিয়েছিলাম আশা নিয়েছিলাম পৃথক পথ, আবার দেখা দিয়েছে সে 'মা'' করো এক, দুই পথ! 'মা' আশীর্বাদ করো  এছাড়া, আর কি চাই বলো  জীবন তরীর হাল তুমি ধরো,  এ যাত্রায়, এবার মা পার করো!  তুমিতো করেছো পূরণ সকলের আশা  তোমার জন্যই তো ধরায় আনন্দের বাসা, আমারও আশা পূরণ করো  দশমীতে 'মা' তুমি কিছু করো! পরুণ পরবর্তী কবিতা {দূর্গাপূজো (বিজয়া দশমী)} পরুণ পূর্ববর্তী কবিতা {দূর্গাপূজো (মহানবমী)} My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

দূর্গাপূজো (মহানবমী) - একটি কবিতা। Durga Pujo ( Nabami) - A Poem

Image
 দূর্গা পূজো (মহানবমী) অষ্টমী গেল চলে  নবমী এসেছে দ্বারে,  আনন্দের পসরা নিয়ে! তবে এর নেই কোনো মূল্য  যদিও তা বহুমূল্য,  সকলের জন্যই আছে সাজানো 'মা' যে নিয়ে এসেছেন, তা জানো! শুধু এগিয়ে যাও, বলো 'মা'কে  দেখো মা কি দেয় তোমাকে!  দেখবে সেটাইতো তুমি চেয়েছিলে   যখন তুমি প্রার্থনা করেছিলে!  'মা'যে অন্তর্জামী  এ কথাতো জানো তুমি তবে কেনো তুমি পিছু হও, মায়ের কাছে এগিয়ে যাও! দেখছোতো, মানুষের ভিড়  তারা কি আছে, এক মুহূর্ত  স্থির, দল বেঁধে চলেছে তারা  সকলেই যে এখন বাঁধন ছাড়া  নেই কোন পিছুটান  'মা' যে দিয়েছে নতুন প্রাণ  তার ত্বেজ কোনদিন হবে না ম্লান!  তাই দ্বিধা ভুলো, করো, মনের আনন্দে নাচ-গান! পরুণ পরবর্তী কবিতা {দূর্গাপূজো (দশমী)} পরুণ পূর্ববর্তী কবিতা {দূর্গাপূজো (মহাষ্টমী)} My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

দূর্গাপূজো (মহাষ্টমী) - একটি কবিতা। Durga Pujo ( Ashtami) - A Poem

Image
দূর্গাপূজো (মহাষ্টমী) আজ মহাষ্টমী  তাই তোমাদের বলি,  পরবো নতুন পোশাক  চলবে সাজা-সাজি! যাবো প্যান্ডেলে, দিতে অঞ্জলি  আর যে মহাষ্টমী! করব মাকে প্রার্থনা   পুরো করো মনস্কামনা,  শুধু আমার নয়, সকলেরই!  কারণ তুমি যে সকলেরই 'মা', 'মা'- এই প্রার্থনা কি তুমি শুনবে না! তোমার আশাতেই আমরা থাকি  প্রান ভরে 'মা' তোমায় ডাকি,  তুমিও তো 'মা' দাওনা ফাঁকি,  প্রতি বছরই তো দেখে যাও,  আমরা সকলেই কেমন আছি!  'মা' তবে আমাদের প্রার্থনা শুনবে না, কি? চলতে থাকুক এই আনন্দের ধারা  যার অস্তিত্ব নেই তোমায় ছাড়া,  তোমারই আগমণে মেতে উঠেছে  আনন্দে, আমাদের এই ধরা। পরুণ পরবর্তী কবিতা {দূর্গাপূজো (মহানবমী)} পরুণ পূর্ববর্তী কবিতা (দূর্গা পূজো) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

দূর্গাপূজো - একটি কবিতা। Durga Pujo - A Poem

Image
 দূর্গা পূজো দূর্গা পূজো হয়েছে শুরু  মন যে আমার উরু উরু,  বাড়িতে টেকেনা সে যে  আড্ডা মেরে বেড়াই আমি যে। কখনো এখানে, কখনো ওখানে  আমায় পাবে দেখতে যেখানে সেখানে । পড়াশোনার সব বই খাতা  দেখলেই ঘুরছে আমার মাথা, মাথাতে সত্যি আর কিছুই ঢোকেনা,  আমার পড়াশোনা বোধহয় আর হবেনা!  দেখা যাক পূজোর পরে, 'মা' যদি কৃপা করে, বই-খাতার বোঝা নিয়ে  বেরিয়ে পড়বো লক্ষ্যের উদ্যেশে। এখন পূজোর আমেজ এসেছে,  মন আমার তাতে মেতেছে!  আমিও চাইনা তা হারাতে,  চুটিয়ে মজা হবে করতে! পরুণ পরবর্তী কবিতা (দূর্গাপূজা- মহাষ্টমী) পরুণ পূর্ববর্তী কবিতা (সাহস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

সাহস - একটি কবিতা। Courage - A Poem

Image
সাহস  মনে সাহস, বুকে বল  হারিস না তুই, চল রে চল,  বুকে ধর অদম্য সাহসের জোয়ার  এরই দ্বারা তুই হবি পার, তাই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিস না হারার আগেই হেরে যাস না! ভয়কে অত ভয় পাস না  একে তুই গুরুত্ব দিস না,  মহান কাজ করতে গেলে  ভয়কে দে তুই ছুড়ে ফেলে! দেখ সেই সফল ব্যক্তিদের ভয় পেলে, হতো কি তাদের!  তারা হতে পেরেছে মহান  কারণ তারা ধরেছিল, ভয়ের কান! তুইও এবার ভেবেনে  কি হতে চাস জীবনে,  সবকিছুই সম্ভব, অসম্ভব কিছুই নয়  শুধু ছুঁড়ে ফেল, মনের সব ভয়!  সাহসী যদি হতে পারিস  তবেই তুই, কিছু করার স্বপ্ন দেখিস! পরুণ পরবর্তী কবিতা (দূর্গা পূজো) পরুণ পূর্ববর্তী কবিতা (শরীর চর্চা) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শরীর চর্চা - একটি কবিতা। Physical Exercise - A Poem

Image
 শরীর চর্চা এই আমার জীবন  ঠিক করলাম,  চালিয়ে যাব আজীবন  ঝেড়ে ফেলে সব ভয়-সংশয়  এবার এসেছে ভাবার সময়,  থাকতেই হবে হেলদি ও ফিট  তবেই হবে সব সুপারহিট! জীবন মানেই চলতে থাকো  সুস্থ্য-সবল শরীর গড়ো, এরই দ্বারা সব কঠিন কাজ  করে নেবো আমি বাজিমাত,  তবে, ভয় রাখবোনা একটুও মনে  কারণ, এই কথাটি সবাই জানে, কোন মহান কাজই হয় না, ভয়ের ফলে! আজ মন করলাম শক্ত  রাখবো হিমালয়ের মত আত্মবিশ্বাস,  সবকিছুই আমার হবে প্রাপ্য,  এই আমার দৃঢ় বিশ্বাস! পরুণ পরবর্তী কবিতা (সাহস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিশ্বাস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

বিশ্বাস - একটি কবিতা। Trust - A Poem

Image
 বিশ্বাস ভালো মানুষ মাত্রই  মনে অগাধ বিশ্বাস, এই বিশ্বাসেই ভোর করে সে এগোয়  এভাবেই তার জীবন এগিয়ে যায়!  স্বার্থবোধ তার থাকে না,  কাউকেই সে অবিশ্বাস করে না,  সহজ সরল মনে বিশ্বাস নিয়ে সে চলে  এভাবেই সে সকলকে আপন করে! কিন্তু যখন বিশ্বাস ভাঙ্গে  মনে প্রবল ব্যাথা লাগে,  তখন মানুষ মস্তিষ্কের কথা শুনে,  বাস্তবতাকে সে নতুন ভাবে জানে  পাল্টে যায় তার কাছে জীবনের মানে! আমিও এই বিশ্বাসে ভোর করে এগোতে চেয়েছিলাম,  সহজ সরলভাবে বাঁচতে চেয়েছিলাম,  আজ বিশ্বাস ভাঙ্গায় খুব ব্যথা পেলাম  তাই জীবনে চলার নতুন পথ বেছে নিলাম! হৃদয় দিয়ে আর কোন কাজ করবো না  আর কাউকে কখনো বিশ্বাস করবো না!  মস্তিষ্কের কথায় হবে শেষ কথা,  কখনো এর হবেনা অন্যথা! পরুণ পরবর্তী কবিতা (শরীর চর্চা) পরুণ পূর্ববর্তী কবিতা (ভগবান)

ভগবান - একটি কবিতা। God - A Poem

Image
 ভগবান ভগবান তোমাদের তো অনেক শক্তি,  তোমাদের প্রতি আমার অগাধ ভক্তি!  তবুও কেনো আমার এই অবস্থা?  ভগবান এবার করো কোন ব্যবস্থা!  জীবন যেন আমার বৃথা না যায়,  আমার লক্ষ্য যেন অর্জিত হই! আমি যে স্থির থাকতে পারছি না  যা হতে চাই, তা হতেও পারছি না!  প্রত্যেকেরই জন্মের তো একটি লক্ষ্য থাকে  আমার যে কি আছে?  ভেবেছিলাম কিছু মহৎ করবো,  সকলের মুখে হাসি ফোটাবো! মাথা আমার উঠছে ধরে  শরীর আমার দুর্বল হচ্ছে,  ব্যায়াম আমি পারছি না করতে  ভয় আমায় গ্রাস করেছে,  এবার একটি উপায় করো  তোমরা একটি রাস্তা বের করো! পরুণ পরবর্তী কবিতা(বিশ্বাস) পরুণ পূর্ববর্তী কবিতা (আমাকে বলছি) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

আমাকে বলছি - একটি কবিতা। To Myself - A Poem

Image
 আমাকে বলছি তুই থামিস না  তুই পড়ে যা,  তুই হারিস না  তুই লড়াই করে যা! গতিই তোর জীবন  শক্ত কর তোর মন,  পথ হোক যতই কঠিন,  ছবি তুই একদিন! লড়াইয়ের মধ্যেই আছে, অনাবিল আনন্দ  এতেই তো আছে প্রকৃত জীবনের ছন্দ,  এরই কথা বলেছেন নেতাজি থেকে বিবেকানন্দ, তাই সময় যতই হোক মন্দ  চালিয়ে যা তোর দ্বন্দ্ব,  তুই অবশ্যই পাবি সেই আনন্দ  যা বদলে দেবে তোর জীবনের ছন্দ! যদি চাস সেখানে পৌঁছাতে  কষ্ট তোকে করতেই হবে যে,  এটাই তো পৌঁছানোর একমাত্র পথ,  তাই তুই আজ কর শপথ  না পৌঁছে তুই থামবি না, কখনই তুই হারবি না! পরুণ পরবর্তী কবিতা (ভগবান) পরুণ পূর্ববর্তী কবিতা (শিক্ষক দিবস) My Utube Channel My Facebook Page Twitter   Explurger LinkedIn Pinterest   Instagram  

শিক্ষক দিবস - একটি কবিতা। Teacher's Day - A Poem

Image
 শিক্ষক দিবস আজ শিক্ষকগণের সম্মানে দিবস  যাদের জন্য ধরেছি কান  করেছি উঠ-বস্,  তবু বদ-বুদ্ধি মানেনি হার  আজ শিক্ষক দিবস! মনে পড়ে যায় পুরনো স্মৃতি  আমার সেই প্রিয় শিক্ষকটি,  একটি নয় বেশ কয়েকটি!  তাদের সহজ, সরল, মহৎ মনোভাব  বদলে ফেলেছে আমার স্বভাব, চেয়েছি সর্বদা তাদের মতো হতে  জানিনা পেরেছি, কতটুকু তা করতে! আজকের দিনটি আমার কাছে খুবই আনন্দের  আমিও যে শিক্ষক,  আমারও জন্য আছে, একটি দিন বছরের!  যদিও বিন্দুমাত্র ইচ্ছে ছিল না তা হওয়ার  কিন্তু ভগবানের ইচ্ছে পারবে পাল্টাতে এমন কোন্ জন আছে পৃথিবীতে!  তবে, দিনটি শ্রদ্ধার উদ্যোগ করে আমার মধ্যে  সেই শিক্ষকগণের প্রতি,  যারা না থাকলে কবেই হয়ে যেত  আমার জীবনের ইতি! পরুণ পরবর্তী কবিতা ( আমাকে বলছি) পরুণ পূর্ববর্তী কবিতা (পরীক্ষা গুল)

পরীক্ষা গুল - একটি কবিতা। Exam Blunder - A Poem

Image
 পরীক্ষা গুল পরীক্ষা দিতে যাওয়ার সময়  মাথার উপরটা আমার জমে যায়,  কেন্দ্রীয় পৌঁছে চমকে উঠি,  আরে একি!  সাথে তো আমি বই নেইনি!  পরীক্ষা যখন শুরু হল  সময় যেন ছুটে চলল,  বুলেট ট্রেনের মতো তার গতি,  তার সাথে ব্যথা আমার মাথাটি,  ভাবতে তো কিছু আমি পারলাম না  ১০ নম্বরের উত্তরটি লেখার সময় পারলাম না!  আসার সময় মাথার ১টা বাজলো  বারোটা তো আগেই বেজেছিল!  চকলেট খেলাম, ডান্ডা তেল লাগালাম, চুলও কাটালাম,  কিন্তু কোথায় আরাম পেলাম! এতো করেও যখন পেলামনা সুফল  মন বলল, এবার ঘুমাই চল! শুয়ে উঠেও একই অবস্থা  ভাবি এবার,  কেমন করে হবে ভালো আমার পরীক্ষা! পরুণ পরবর্তী কবিতা (শিক্ষক দিবস) পরুণ পূর্ববর্তী কবিতা (বিবাহ)