মা বোল্লাকালী - একটি কবিতা। Ma Bollakali - A Poem.
মা বোল্লাকালী
প্রণাম 'মা' বোল্লাকালী
দুঃখ হচ্ছে তবুও বলি,
ভেবেছিলাম দর্শন করতে যাবো
গিয়ে 'মা' তোমার কাছে প্রার্থনা করবো!
কিন্তু 'মা' এখন যাবোনা,
গেলে 'মা' পড়া হবেনা,
তুমি কিন্তু 'মা' সন্তানের উপর রাগ করোনা!
পরীক্ষা যে এগিয়ে আসছে
এখনো 'মা' অনেক পড়া বাকি আছে,
পড়াশোনাতো 'মা' করতে হবে
পরে 'মা' তোমার কাছে যাওয়া যাবে!
তুমিতো 'মা' সবই জানো
তোমার কাছে কিছু থাকেনা লুকোনো
তাই 'মা' তুমি অবশ্যই দেখো
আমার হৃদয়কে তুমি ভালো রেখো!
কথা দিচ্ছি 'মা' আগামী বছর
যদি ভালো থাকে সব খবর
অবশ্যই যাবো তোমায় দেখতে
কিন্তু, এখন 'মা' আমায়
তোমায় হবে দেখতে!
দেখো যেন সকলে ভালো থাকি
আর মনটার আমার হয়েছে কি?
আগেতো সে এমন ছিল না
এখন যে সে আমার কথা শোনেনা
এবার তুমি 'মা' আশীর্বাদ করো,
সব বাধা আমার দূর করো!
Comments
Post a Comment