বেসামাল - একটি কবিতা। Disbalanced - A Poem
বেসামাল
আজ আমি পথ হারিয়েছি
হয়েছি অস্থির, সন্ধান রাস্তার
জীবন কঠিন, হয়েছি বেসামাল!
তবু বুকে আশা মারছে উঁকি
সাহসে ক্ষীণ প্রভা
বলছে নিতে ঝুঁকি!
উফ্! কি যে করি আমি?
সময়গুলো কি কেটে যাবে এমনি!
জেদও আছে, ভয়ও আছে
আমি পড়েছি তাদের মাঝে!
জেদ বলে চালিয়ে যাও,
জীবনে সফলতা পাবে!
ভয় বলে থামো,
বিপদ কিন্তু হতে পারে!
এভাবেই কাটছে সময়
কখনো ঘুরে বেড়াচ্ছি,
কখন আবার ধরছি বই!
কিন্তু, কোনোটিই যথেষ্ট নয়!
নিতে হবে কঠিন সিদ্ধান্ত
এগিয়ে যাবো, না হবো শান্ত!
Comments
Post a Comment