Posts

নৃশংসতা - একটি কবিতা। Barbarity - A Poem

Image
 নৃশংসতা  দৃষ্টিকটু, রমহর্ষক,  ছাড়িয়ে গেছে পাশবিকতা  স্বতঃস্ফূর্তভাবে মানুষ রাস্তায় নেমেছে,  এমনই নৃশংসতা, এমনই নিশংসতা! শ্লীলতাহানি, হত্যা  ক্ষত-বিক্ষত করা, হাড় ভেঙ্গে দেওয়া  মানবিক মানুষের হৃদয় কেঁপে ওঠে এমনই বর্বরতা, এমনই বর্বরতা ! সভা হয়েছে, নাটক চলেছে,  ধর্ষক ও খুনিদের বাঁচাতে পাশবিক ধর্ষণ ও হত্যাকে  পরিকল্পিতভাবে আত্মহত্যা বলেছে। প্রমাণ লোপাটের জন্য  অসময়ে দেহের ময়নাতদন্ত করেছে,  বাবা-মাকে দেহ দেখাতে, দীর্ঘ প্রতি প্রতীক্ষা করিয়েছে, অথচ শব দাহ করতে ত্বরা দেখিয়েছে! এই নারকীয় ঘটনার কান্ডারীসব, ধর্ষকদের বাঁচানোর ষড়যন্ত্রীসব,  সাহায্যকারী অমানুষসব,  কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না!  ফাঁসি সকলের হবেই এবার  হতে পারে না ক্ষমা, এই নৃশংসতার! পড়ুন পরবর্তী কবিতা(মহাপ্রলয় ) পড়ুন পূর্ববর্তী কবিতা (বিচার)

Justice for R.G.Kar - A Poem

Image
 Justice for R.G.Kar Violent, inhuman, deplorable, Raped, killed, for orphaned - a doctor! How despicable! How despicable! This time brutality surpassed everything  Broke the patience of common people!   A god-like doctor  Who would cure the patients,  Has been brutally raped and murdered  What a horror! What a horror! Concocted events were played  To conceal the base deed, Though the supreme chair  By her own gender is occupied.   Now enough, limit crossed  The pitcher of sin is overflowed Nothing more it can contain  They have to bear all the pain  Which they inflicted on her  Because people must take justice for R.G.Kar. Read Next Poem Read Previous Poem

सब अपराधी - एक कविता। All Culprits- A Poem

Image
 सब अपराधी  एक नहीं सब मिलकर किया  अपराध नहीं घोर पाप किया,  ईश्वर को बेआव्रु किया  इंसानियत का धैर्य तोड़ दिया ! एक खुशहाल जिंदगी तबाह किया  एक सुंदर सपना तोड़ दिया  एक विकसित परिवार नष्ट किया  पाप नहीं घोर पाप किया! पाप करने वाले और बचाने वाली  सब है अपराधी, सब है अपराधी! कोई एक का नहीं अब चाहिए हमें  सबका फैंसी, सबका फैंसी! कर लिए वह जितना करना था  अब हमें और सहना नहीं,  उन सबका मौत अब हमें चाहिए  रोक ना सकेंगे अब हमें कोई! मिटाने के लिए अब हम है तैयार  रुकेंगे मिटाकर ही, छोड़ेंगे ना अब हाम किसीको  सब है अपराधी, सब है अपराधी। पढ़िए अगला कविता (इंसाफ) पढ़िए पिछला कविता

বিচার - একটি কবিতা। Justice - A Poem

Image
 বিচার  ফুঁসছে  জাতি, ক্ষিপ্ত তারা  একসময় শোষিত হয়েছে যারা, সয়েছে নির্মম অত্যাচার, হৃদয়ে দমিয়েছে দাবানল, আশা ছিল তাদের কালের ক্রমেই হবে অন্যায়কারীদের অস্তাচল! এখন তারা হয়েছে প্রবল শোষণের বাঁধন ভেঙেছে,  প্রকাশ্য দিবালোকে  তারা অত্যাচারীদের বুক কাঁপিয়ে দিয়েছে!  বুঝিয়ে দিয়েছে, আর নয়, আর নয়, আর নয়!   আর নয়, আমরা আর সয়বো না  এবার চাই বিচার,  করেছো যত নির্মম অত্যাচার-  চুরি করেছো, লুট করেছো, ভন্ডামি করেছো, আমরা সয়েছি। ঔদ্ধত্য তোমাদের এতই বেড়েছে,  আমাদের লক্ষ্মীর শ্রীলতাহানি করলে, তাকে মেরে ফেললে,  প্রমাণ লোপাট করলে,  অপরাধীদের বাঁচানোর চেষ্টাও করলে!  এবার আর নয়! এবার হবে বিচার, আমরা করবো বিচার,  চাবুক মেরে তুলব তোমাদের চামড়া,  বাঁচাতে পারবেনা  পাশবিক পুলিশ বা নোংরা গুন্ডা। পড়ুন পরবর্তী কবিতা (নৃশংসতা) পড়ুন পূর্ববর্তী কবিতা (স্বাধীনতা)

স্বাধীনতা - একটি কবিতা। Independence - A Poem

Image
স্বাধীনতা স্বাধীনতা, তুমি জানো কি?  তোমার জন্য কত রক্ত ঝরেছে,  কত প্রাণ অকালে মরেছে, ভবিষ্যতের কত উজ্জ্বল সম্ভাবনা হারিয়ে গেছে, স্বাধীনতা তুমি জানো কি? স্বাধীনতা, তোমার জন্য  বিনয়-বদল-দীনেশ প্রাণ দিয়েছেন,  ভগৎ সিং ফাঁসিতে ঝুলেছেন,  সূর্যসেন, চন্দ্রশেখর আজাদ লড়াই করেছেন, মাতঙ্গিনী হাজরা, ঝাঁসির রানীর মতো নারী শক্তি গর্জে উঠেছেন, লালা লাজপত রায়, গান্ধীজী, নেহেরু কারাবাস করেছেন,  সুভাষচন্দ্র বসু প্রবলতে যে জ্বলে উঠেছেন,  স্বাধীনতা তোমার জন্য! তোমার জন্য  দিকে দিকে আগুনের স্ফুলিঙ্গের মতো,  জ্বলে উঠেছে আন্দোলন কত,  সব ধর্মের মানুষ যোগ দিয়েছেন তাতে  পারেনি মৃত্যু তাদের ভয় পাওয়াতে! সহ্য অত্যাচার, বরুণ করেছে কারাগার,  হৃদয় বাসনা শুধু যে তোমার! স্বাধীনতা, তুমি আসবে বলে! কিন্তু তুমি এসেছো, এ কোন্ রূপ নিয়ে!  মানুষের কাছ থেকে মানুষকে নিয়েছো ছিনিয়ে!  স্বাধীনতা, তুমি হয়েছো উন্মত্ত  মানুষ হয়েছে তাতে মত্ত  দেশের ঐক্য ভেঙেছে, যা ছিল আগে শক্ত!  স্বাধীনতা, তুমি হয়েছো কিসে আসক্ত! স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই রূপে  যার জন্য, কত প্রাণ দিয়েছে সপে!  স্বাধীনতা, ফিরে এসো তুমি সেই রূপে স্বাধীনতা,

Forgetfulness - A Short Story

Image
Forgetfulness    "Forgetfulness" ate him bit by bit. That was the condition of Manilal, a villager of Saharanpur. He was a happy child, but circumstances turned him into a forgetful man. Before marriage, he was the eye of the family. He was the topic of concern of everybody. His earning was good. Manilal was a conductor in a bus. Besides salary, he had incentives. All the family expenses were borne by him. Even occasionally he used to send money to his sisters. So, everyone in his family, his parents, his two brothers, were  very happy. Though his brothers were also earning but they did not spend any money for their family. Manilal had to pay for everything. For that, in the end of the month he did not save any money. Still, he was happy as his family was happy.                Things begin to change when the marriage of Manilal was set. All perceived that after marriage Manilal would not spend for everything. So, they tried to take from Manilal as much money as they could. Bu

शिख - एक शायरी। Learning - A Shayeri

Image
शिख   ऐसे ही गुजार दिया दिन  कुछ ना करके, ऐसे ही गुजार दिया दिन  कुछ ना करके,  सीने में है जो आग कुछ करने का  बुझता नजर आया, इस गर्मी में। पढ़िए अगला शायरी  पढ़िए पिछला शायरी