রাগ - একটি কবিতা। Anger - A Poem
রাগ
রাগ শব্দটি সকলেই জানে
কিন্তু, রাগী মানুষকে কি কেউ চেনে?
আমি চিনি!
একটা অদ্ভুত প্রাণী আছে
সে যেমন রেগে যায়,
তেমনি আবার আমায় ভালবাসে!
এবার সে আবার গেছে রেগে
বলে..
আমি নাকি থাকি না তার কাছে!
পাগল কোথাকার, না পাগলি
বোঝেনা সে ...
যেখানেই আমি থাকি
মন তো আমার থাকে তারই কাছে!
তার সাথে কথা না বললে
ভালো লাগে না।
সব সময় ভাবি
সে কি করছে, না করছে।
দূরে থাকলে কি হবে?
আমি তো থাকি তারই কাছে!
একটু মাথা মোটা, বোঝেনা
কিন্তু, সে যে আমায় খুব ভালোবাসে!
Comments
Post a Comment