তুমি এসেছো বলে - একটি কবিতা | As You Have Come - A Poem
তুমি এসেছো বলে
তুমি এসেছো বলে
জীবন হয়েছে রঙিন,
তুমি এসেছো বলে
জীবনে ফুটেছে কত ফুল,
তুমি এসেছো বলে
জীবন আমার হয়েছে আনন্দময়,
তুমি এসেছো বলে
জীবনে আমার আর নেই কোনো ভয়,
তুমি এসেছো বলে
এখন আমি পেয়েছি সর্ব সুখ,
তুমি এসেছো বলে
আমার চোখে এখন একটিই মুখ!
তুমি রয়েছো, রইবে হৃদয় আমার
জুড়ে সারাটা জীবন,
তোমাকে ছাড়া আমার এখন
লাগে না কিছুতে মন!
Comments
Post a Comment