জীবন শিক্ষা - একটি কবিতা। Learning The Reality- A Poem
জীবন শিক্ষা
থামালাম পড়া
 বাকি অনেক পথ চলা,
শিক্ষা তাই দরকার
 জীবনের পথ চলার!
জীবিকার পথে ছুটতে গিয়ে 
বাস্তব জীবন থেকে ছিলাম সরে,
 শিক্ষা তাই ছিল অসম্পূর্ণ 
এবার তা হবে পূর্ণ!
বই-খাতে তো অনেক হলো
 রুজির পেছনে আর কত!
 জীবনে কিভাবে চলতে হবে
 এবার তো তা শিখতে হবে!
পুঁথিগত বিদ্যা যে যথেষ্ট নয়
 বাস্তবে তার গুরুত্ব কোথায়!
 বাস্তব যে বড়োই নিষ্ঠুর
 সমাজের অভাব নেই শত্রুর,
 পা ফেললেই বুঝতে পারবে
 সব বসে আছে, ঘা মেরে
 তাদের সাথে জুঝতে হলে,
বাস্তবতা যে বুঝতে হবে!

.png)
 
 
 
 
 
 
 
Comments
Post a Comment