হঠাৎ - কবিতা। Unexpectedly - Poem
হঠাৎ
বসে আছি ক্লাসে
যদিও আমি শেষে,
রাজকুমার স্যারের আলোচনাতে
আমরা সকলে মাতোয়ারা হয়ে,
এরই মাঝে স্যারের আবদার
লেখতে হবে একটি কবিতা যে!
স্যারকে কিভাবে বোঝায়
নই আমি নচিকেতা যে,
আমার নাম সুশান্ত,
সুকান্তও নয় যে!
মাথায় হাত বুলিয়ে দেখি
সেটিও পড়ে আছে হয়ে খালি
ভেবে আমি অস্থির,
কিন্তু একটি কবিতা তো দরকার
হঠাৎ ডায়েরী-এর পাতায় চেয়ে দেখি
আর একি! একটি কবিতা ইতিমধ্যেই লিখে ফেলেছি!
Comments
Post a Comment