মিসিং ডায়েরি - কবিতা। Missing Diary - Poem
মিসিং ডায়েরি
ম্যাম, আমার পরীক্ষার খাতাটি দেখেছেন?
জমা দিয়েছিলাম আপনার কাছে,
তারপর তাকে পায়নি আমি যে,
জানিনা সে কার কাছে আছে
আমাকে সে কি ভুলে গেছে!
নিয়ে এসেছিলাম তাকে বাড়ি থেকে
লেখেছিলাম অনেক কিছু যত্ন করে তাতে,
ভেবেছিলাম সে নিয়ে আসবে ভালো নম্বর,
কিন্তু একি অনারম্বর!
আজ পর্যন্ত জানালোনা সে আমায় নম্বর,
আমি খুজে ফিরি তাকে দিক থেকে দিগন্তর,
এখন পরিস্থিতি ভয়ংকর!
ম্যাম প্লিজ! বলে দেবেন
আমার খাতাটি কাকে দিয়েছেন?
পরীক্ষার নম্বর আছে তাই
সে যে আমার নয়নের মনি
আমি যেন তার বিনে
মনি হারা ফণী!
Comments
Post a Comment