অভিভাবক - একটি কবিতা। Guardian - A Poem
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEje6idQ3boH6vPE684fKen0as7luSXfowwqBAFnYuP9yw2DSxQOGqkTyLWtQep5cw5Y2StzpcfReAar-AqkpsPLI-4vhvT3nK0LNo-sBLcTNNtozZegP15V1W960T4bOjZiKF-Yjnf7WfoUPpG_ETcw-zEDMqeR-UL8H3h5ZU_99DV1aWaio8txOxAzg1_l/w640-h326/Solution%20Lover.png)
অভিভাবক যাদের আমরা দেখি চাষের মাঠে পথে, ভাটাতে বা রেস্তোঁরাতে, তাদের বলে সকলের শ্রমিক তারা হতে পারতো উন্নত করতে হতো না তাদের কারোর কাছে মাথা নতো যদি তারা সচেতন অভিভাবক পেতো! কিন্তু আজ কিছু করার নেয় কেটে গেছে যে, অনেক সময় এখন চলছে তাদের অসময়, তারা যে আজ অসহায় এখন আর কিছু করার নেয়! আরো কিছু মানুষ আছে পৈত্রিক সম্পত্তি, তাদের প্রচুর আছে, তারা যায় না কাজে, শুধু বসেই থাকে গল্প-গুজব, আনন্দ-ফূর্তি জীবনে তাদের এসবই কীর্তি! অভিভাবক ছিলেন তাদেরও কিন্তু উনারাও ছিলেন না কোন কাজের সন্তান স্নেহে অন্ধ হয়ে গেছেন চলে শুধু অমানুষ তৈরি করে! কিছুদিন পর বুঝতে পারবে যখন তাদের ভাড়ার ফুরোবে! এবার বলি তাদের কথা যাদের জন্য গর্ব হয় যারা চলে উঁচু করে মাথা! এরাই তো দেশের কান্ডারী, কিছু যায়-আসে না এতে শহরে না গ্রামে এদের বাড়ি! কিন্তু একটি ব্যাপার এদের সাদৃশ্য আছে সকলেই এরা সচেতন অভিভাবক পেয়েছে! যারা দায়িত্ব থেকে যায়নি পালিয়ে সন্তান স্নেহে যায়নি হার...