হিসাব - একটি কবিতা। Calculation - A Poem
হিসাব হিসাবের অংকে আমরা আজ আষ্টে-পৃষ্ঠে জড়িত, মুক্ত নেই এ থেকে কেউ হোক না সে জীবিত কিংবা মৃত! জন্মের আগে থেকে মৃত্যুর পরেও মানব জীবন হিসাবে আবদ্ধ, সকলেই আজ হিসাবে মগ্ন এ থেকে কেউ নেই মুক্ত! যারা হিসেব করে এগোই তারা নেই খুশিতে, অংকটা আরেকটু বাড়াতে পারলে আরও আনন্দ পাওয়া যেতো জীবনে! আর যারা বেহিসাবি তারা অংক কোষে পড়ে, সেই টাকাগুলো না ফুরোলে এখন দিত কাজে! আরো কাছে আছে এক শ্রেণী তারা হিসাব ঠিক করে, কিন্তু কাজের সময় যখন আসে একটু তাড়াহুড়ো করে ফেলে! আমি পরি শেষের ভিরে চঞ্চল মানসিকতার জন্য, তুমি কোন দলে পরো একটু আমায় জানিও! পড়ুন পরবর্তী কবিতা (প্রকৃতি) পড়ুন পূর্ববর্তী কবিতা (সমাধান)