দোকানদার - একটি কবিতা। Shopkeeper - A Poem
দোকানদার
মানুষ আজ বড়ই অদ্ভুত
সবাইকে যেনো পেয়ে বসেছে টাকার ভুত,
টাকাই যেন চালাই সবকিছুই পৃথিবীতে,
চলুন আজকে একটু বলি দোকানদারকে নিয়ে।
লক্ষ্য তাদের বিক্রি করা,
খরিদ্দারদের সন্তুষ্ট করা,
কিন্তু খরিদ্দার বাড়লে সব পাল্টাই
খরিদ্দার যে তাদের ভগবান-একথা ভুলে যাই।
যখন বিক্রি নেই তখন হয়ে যায় বিনীত
খরিদ্দার-এর সাথে এত ভালো ব্যবহার করে
মনে হয় যেনো তার মতো মানুষ খুবই অগণিত!
কিন্তু বিক্রি বাড়ে যখন টাকা আসে পকেটে
ধিরে ধিরে ভুলে যাই
খরিদ্দার না আসলে তার কি দশা হতে পারে!
ভুলে যাই তারা, কাদের জন্য তারা আছে বসে
কাদের জন্য তাদের পকেটে টাকা আসে, পরিবার চলে কিভাবে
খরিদ্দার না আসলে তবে কি দশা হবে।
স্বার্থ এখন সব এই পৃথিবীতে
মানুষ স্বার্থের জলে আবদ্ধ হয়েছে
মানুষ আজ মানবতা ভুলেছে
টাকার পিছনে তারা নিয়মিত দৌড়ে যাচ্ছে ।
তার জন্য হোক বলি সবকিছু
কিন্তু খরিদ্দারকে যদি দোকানদার ভুলে যায়,
তবে তার কি কোনদিন হবে কিছু!
বলি ও দোকানদার এবার শোনো,
খরিদ্দারদের অবহেলা করিওনা কখনো,
খরিদ্দারই তো তোমাদের ভগবান
খরিদ্দার অসন্তুষ্ট হলেই একদিন
বন্ধ করতে হবে তোমাদের দোকান!
তাই সব সময় চেষ্টা করো ঘরিদ্দারদের সন্তুষ্ট করতে
তবেই তো ধীরে ধীরে তোমার বিক্রি আরো আরো বাড়বে।
Comments
Post a Comment