ফেয়ারওয়েল নমস্কার স্যার, নমস্কার! ব্যথিত হৃদয়ে চিত্ত মম আজ করে হাহাকার! নমস্কার স্যার, নমস্কার! দুর্দিনে আপনি ছিলেন, ছিলেন আমার পাশে সেই সময়ের ব্যথা যেন, এখনো ধেয়ে আসে! এই ধরায় এমন মানুষ বারবার কি আসে, আপনি ছিলেন আমার পাশে! ছিল আমার কিছু দোষ যেগুলো আপনি গেছেন এড়িয়ে, আমার আত্মসম্মান আমায় দিয়েছেন আপনি ফিরিয়ে! করেছি কাজ অনেক জায়গায় আসেনি সেরকম কোনদিন, বড় যতই হই আমি রইবো চিরদিন আপনার অধীন! আপনি আমায় ভুলে গেছেন, আসেনা যেন এমন দিন, এই স্কুলে রইল আপনার আমন্ত্রণ চিরদিন! সুখে থাকুন, ভালো থাকুন রইলো এই প্রার্থনা আমার, ভালোভাবে কাটে যেন অবশিষ্ট সময় আপনার! পরুণ পরবর্তী কবিতা (হে সৃষ্টিকর্তা) পরুণ পূর্ববর্তী কবিতা ( ভালো মানুষ)
ওয়াল ম্যাগাজিন এক দুই তিন প্রকাশিত হবে , আমাদের কলেজে ওয়াল ম্যাগাজিন! দুই তিন চার, এবার সকলেরই কিছু লেখা দরকার! তিন চার পাঁচ খুঁজে দেখ, মগজের আনাজ কানাচ! চার পাঁচ ছয় নয় তো দেখ, ডায়েরিতে যদি কিছু রয়! পাঁচ ছয় সাত না থাকুক, লেখায় তোর হাত! ছয় সাত আট, তাতে কি? লেখা প্রকাশিত হোক বা দেওয়ালে সাটাক! সাত আট নয়, চেষ্টা কর, তোর দ্বারা হবেই! আট নয় দশ, অনেক হল, এবার চুপটি করে বস! পরুণ পরবর্তী কবিতা (বেতন) পরুণ পূর্ববর্তী কবিতা (আমি কি করবো) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
অভিভাবক যাদের আমরা দেখি চাষের মাঠে পথে, ভাটাতে বা রেস্তোঁরাতে, তাদের বলে সকলের শ্রমিক তারা হতে পারতো উন্নত করতে হতো না তাদের কারোর কাছে মাথা নতো যদি তারা সচেতন অভিভাবক পেতো! কিন্তু আজ কিছু করার নেয় কেটে গেছে যে, অনেক সময় এখন চলছে তাদের অসময়, তারা যে আজ অসহায় এখন আর কিছু করার নেয়! আরো কিছু মানুষ আছে পৈত্রিক সম্পত্তি, তাদের প্রচুর আছে, তারা যায় না কাজে, শুধু বসেই থাকে গল্প-গুজব, আনন্দ-ফূর্তি জীবনে তাদের এসবই কীর্তি! অভিভাবক ছিলেন তাদেরও কিন্তু উনারাও ছিলেন না কোন কাজের সন্তান স্নেহে অন্ধ হয়ে গেছেন চলে শুধু অমানুষ তৈরি করে! কিছুদিন পর বুঝতে পারবে যখন তাদের ভাড়ার ফুরোবে! এবার বলি তাদের কথা যাদের জন্য গর্ব হয় যারা চলে উঁচু করে মাথা! এরাই তো দেশের কান্ডারী, কিছু যায়-আসে না এতে শহরে না গ্রামে এদের বাড়ি! কিন্তু একটি ব্যাপার এদের সাদৃশ্য আছে সকলেই এরা সচেতন অভিভাবক পেয়েছে! যারা দায়িত্ব থেকে যায়নি পালিয়ে সন্তান স্নেহে যায়নি হারিয়ে, কোন বাধায় উনাদের থামাতে পারেনি, তাইতো, উনাদের চেষ্টা বিফল হয়নি! উনাদের সন্তানেরা আজ মাথা তুলেছে এক কথায়, তারা মানুষে
তুমি এসেছো বলে তুমি এসেছো বলে জীবন হয়েছে রঙিন, তুমি এসেছো বলে জীবনে ফুটেছে কত ফুল, তুমি এসেছো বলে জীবন আমার হয়েছে আনন্দময়, তুমি এসেছো বলে জীবনে আমার আর নেই কোনো ভয়, তুমি এসেছো বলে এখন আমি পেয়েছি সর্ব সুখ, তুমি এসেছো বলে আমার চোখে এখন একটিই মুখ! তুমি রয়েছো, রইবে হৃদয় আমার জুড়ে সারাটা জীবন, তোমাকে ছাড়া আমার এখন লাগে না কিছুতে মন! পড়ুন পরবর্তী কবিতা(আবার শুরু) পড়ুন পরবর্তী কবিতা(আবার শুরু) পড়ুন পূর্ববর্তী কবিতা(স্মৃতি) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
Out Of Cocoon "Where is he! Where is he! What! gone", said Purush, a man of 75 years. Motilal informed him that his only son had gone to the town to become a rich person. Neeru was that son. From childhood Neeru desired to be welthy. He did not like the poverty that dwelt in every household of his village.The name of his village was Nabakul. When he was of 9 years, Neeru gave up education and joined his family farm-work. They had an agricultural land of three bighas which gave two meals a day to his seven-member-family. Purush was his father, Theri was his mother. Nashi, Moti, Tasi, Koti were his four sisters. He was the only male child of his family, so his responsibility was big as was his dream.From childhood Neeru disliked the rural suffering. He always questioned his parents, "Why do we do not have a pakka house as our school? Why cannot all the village people live happily? Why can't village people get enough to eat while they are producing food? Wh
বেতন যার অপেক্ষায় ছিলাম এতদিন আজ সে দিল দেখা, সন্ধ্যার পর হাতে পেয়েও, পকেটটা দেখি ফাঁকা! তবু, দিয়ে গেল আনন্দ মনেতে খুশির ছোঁয়া, দূর হলো গুমোট ভাব প্রাণে লাগলো ফুরফুরে হাওয়া! মাসে একদিন, অপেক্ষা বাকি দিন, পেতে চায় সকলে তাকে প্রতিদিন! প্রতিদিন! কিন্তু সেও যে কম নয়, কাজ করিয়ে দেখা দেয় ফাঁকি দিতে জানে না সে সকলেরই খেয়াল রাখে সে! যদিও কিছু জন বাকি থাকে তাদের আগে হবে হতে এর যোগ্য যে, প্রতিষ্ঠা করতে হবে তাদের দাবি, তারপরেই তো, সে বলবে তোরাও পাবি, তোরাও পাবি! পরুণ পরবর্তী কবিতা (অভিভাবক) পরুণ পূর্ববর্তী কবিতা (ওয়াল ম্যাগাজিন) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
মা বোল্লাকালী প্রণাম 'মা' বোল্লাকালী দুঃখ হচ্ছে তবুও বলি, ভেবেছিলাম দর্শন করতে যাবো গিয়ে 'মা' তোমার কাছে প্রার্থনা করবো! কিন্তু 'মা' এখন যাবোনা, গেলে 'মা' পড়া হবেনা, তুমি কিন্তু 'মা' সন্তানের উপর রাগ করোনা! পরীক্ষা যে এগিয়ে আসছে এখনো 'মা' অনেক পড়া বাকি আছে, পড়াশোনাতো 'মা' করতে হবে পরে 'মা' তোমার কাছে যাওয়া যাবে! তুমিতো 'মা' সবই জানো তোমার কাছে কিছু থাকেনা লুকোনো তাই 'মা' তুমি অবশ্যই দেখো আমার হৃদয়কে তুমি ভালো রেখো! কথা দিচ্ছি 'মা' আগামী বছর যদি ভালো থাকে সব খবর অবশ্যই যাবো তোমায় দেখতে কিন্তু, এখন 'মা' আমায় তোমায় হবে দেখতে! দেখো যেন সকলে ভালো থাকি আর মনটার আমার হয়েছে কি? আগেতো সে এমন ছিল না এখন যে সে আমার কথা শোনেনা এবার তুমি 'মা' আশীর্বাদ করো, সব বাধা আমার দূর করো! পরুণ পরবর্তী কবিতা (বেসামাল) পরুণ পূর্ববর্তী কবিতা (অভিভাবক) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram
Comments
Post a Comment