মাধ্যমিক পরীক্ষা কবিতা| A Poem on Madhyamik Examination
মাধ্যমিক পরীক্ষা
কেটেছে মাধ্যমিকের ষষ্ঠ দিন
আরতো মাত্র একটি দিন,
ভালোভাবে তা কাটলে পরে
করবো আমরা কেল্লা ফতে!
চাপ, পরিশ্রম যদিও আছে
কিন্তু,
মজার সময় গুলো কি ভোলার আছে!
সকাল সকাল সেই যে বেরোই
সন্ধ্যে সাতটার আগে ছুটি কই!
সারাটা দিন যে কিভাবে কাটে
ভাবতে বসলে মাথা ফাটে!
বাড়ি ফিরি অবশ্ শরীরে
মা বলে,
বোস্টনে, আগে কিছু খেয়ে নে!
সকলেরই তো একই অবস্থা
কারণ,
গুরু দায়িত্ব, চলছে মাধ্যমিক পরীক্ষা!
তবে সারাদিন তো ভালোই কাটে
কারণ,
ইয়ার্কি, মজা তো চলতেই থাকে!
তার মধ্যেও থাকে মনে ভয়,
"কখন যে কি হয়"!
এই কটা দিন তো ভালোই কাটলো
যদিও একটু গুজব, একটু সত্য রটলো।
আরো একটি দিন কেটে গেলে,
বেঁচে যাই, আমরা সকলে!
পরুণ পরবর্তী কবিতা (স্বাধীনতা)
পরুণ পূর্ববর্তী কবিতা (স্কুল ভিজিট)
Comments
Post a Comment