অসভ্যতা মানুষ হয়েছে আজ সভ্য কিন্তু হারিয়েছে মনুষ্যত্ব, তাই সভ্য মানুষ আজ অসভ্য! স্বার্থপরতা, বিবেকহীনতা, অমানবিকতা নোংরামি, পাগলামি, ছেবলামি- এগুলোই আজ সভ্যতার বৈশিষ্ট্য, কিছু ভালো আছেন কিন্তু তারা আজ অবহেলিত! সময়ের সাথে সব পাল্টেছে কিন্তু ভালোর দিকে, শুধু মানুষই চালিত হয়েছে পতনের দিকে! প্রাচীন আদর্শ-নীতি সব জলাঞ্জলি দিয়ে অসভ্যতার আদর্শে চালিত হয়ে করছে তারা আজ ধ্বংস-লীলা, অন্যকে গর্তে ফেলে, নিজের লাভ খুঁজে তারা একদিন হবে সাঙ্গ, তাদের এই খেলা! যখন ফিরে দেখবে, ফেরার আশায় ধ্বংসের স্তূপ তারা দেখতে পাবে, বিনাশের সেই সমুদ্র পেরিয়ে তারা কিভাবে পেছনে ফিরে যাবে! শেষ হবে মানব সমাজ থাকবে শুধু যন্ত্র, "অসভ্যতাই" কারণ তাদের আজ একমাত্র মন্ত্র। পড়ুন পরবর্তী কবিতা পড়ুন পূর্ববর্তী কবিতা (আর না)