ভূত কুকুরগুলো খুব ডাকাডাকি করছে সবাই নিজের মতো ভাবছে, কেউ ভাবছে লোক যাচ্ছে, কেউবা ভাবছে চোর কেউ ভাবছে এখন মধ্যরাত এখন সময় ভূতেদের বের হওয়ার! আমি বলি সবই কল্পনা সবারই আছে নিজের মতো চিন্তা-ভাবনা, এটা যদি না হতো তবে কেউ সাধু, আর কেউ বিজ্ঞানী হতো! এবার আসি ভূতের ব্যাপারে, সবাই বলে আত্মাই ভূত, তাই যদি হতো, এতো খুনির দল কি বেঁচে যেতো? ভূতেদের যতো ক্ষমতা, তারা তাদের খুনিদের ঘাড় মটকে দিতোনা? দিতোনা তাদের শেষ করে? তখন বিচারক বলতেন, খুনের কেস নেব না ভূতোই খুনিদের শাস্তি দেবে! আচ্ছা, ভূত কি তবে সব ভুলে যায়? ভূলে গেলে, কেনো এদিক-ওদিক ঘুরে বেড়ায়? তাছাড়া রাতেই কেনো? তবে কি সূর্যি মামাকে ওরা ভয় পায়? এতো প্রশ্নের উত্তর আমি জানিনা, শুধু চেষ্টা করলাম ভূতেদের নিয়ে লিখতে একটি মজার কবিতা। পড়ুন পরবর্তী কবিতা (ঝুঁকি) পড়ুন পূর্ববর্তী কবিতা (বই প্রকাশ)