স্মৃতি-একটি কবিতা | Memory - A Poem

স্মৃতি পুরনো সেই দিনগুলো কোথায় গেলো হায়, ও সে ফাঁকি দেওয়া ইয়ার্কি করা, তা কি ভোলা যায়! শুরু থেকেই দিনগুলো সব স্বপ্নের মত ছিল, হঠাৎ করে ঘুমটা যেন আমার ভেঙে গেলো! দু বছরের ঘুমখানি কি হঠাৎ ভেঙে যায়, ও সে ফাঁকি দেওয়া ইয়ার্কি করা তা কি ভোলা যায়! অন্ধকার নিয়ে আসে স্মৃতির পাতায় রয়ে যারে আনন্দের সেই দিন! ক্লাস ঘর, কলেজের মাঠ কিম্বা ক্যান্টিন সব জায়গাতেই ছিল যেন আনন্দের ছোঁয়া, যাবে না তো দিনগুলোকে কোনদিন ভোলা! পরুন পরবর্তী কবিতা (তুমি এসেছো বলে) পরুন পূর্ববর্তী কবিতা (জীবন শিক্ষা) My Utube Channel My Facebook Page Twitter Explurger LinkedIn Pinterest Instagram